অনলাইন ডেস্ক, গুয়াহাটি : ১০০টি সিএনজি বাস চালু করে গুয়াহাটিবাসীকে ইংরেজি নববর্ষে উপহার দিয়েছেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। রবিবার পরিবহণমন্ত্রী পরিমল শুক্সবৈদ্য, শিল্প ও বাণিজ্য মন্ত্রী বিমল বরা, নগরোন্নয়ন দফতরের মন্ত্রী অশোক সিংহল, এএসটিসি-র চেয়ারম্যান মিশনরঞ্জন দাস সহ বিভাগীয় শীর্ষ আধিকারিকদের সঙ্গে নিয়ে আইএসবিটিতে গুয়াহাটি স্মার্ট সিটি প্রকল্পের অন্তর্গত অসম রাজ্য পরিবহণ নিগম (এএসটিসি)-এর অধীনে একশোটি ‘কমপ্রেশড ন্যাচারাল গ্যাস’ (সিএনজি) চালিত বাস চালু করেছেন মুখ্যমন্ত্রী। একই অনুষ্ঠানে এই পরিষেবার সঙ্গে আইএসবিটিতে সিএনজি স্টেশনও উদ্বোধন করেছেন মুখ্যমন্ত্রী।
এ উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্যও পেশ করেছেন মুখ্যমন্ত্রী শর্মা। তিনি বলেন, জলবায়ু পরিবৰ্তন এবং গোলকীয় উষ্ণতা প্ৰশমনের একধাপ এগলো রাজ্য। আমাদের এই প্ৰচেষ্টার অংশ হিসেবে এদিন গুয়াহাটি স্মাৰ্ট সিটি লিমিটেড অসম রাজ্য পরিবহণ নিগমকে ১০০টি সিএনজি নতুন বাস প্রদান করেছে৷ সিএনজি বাস কেবল গুয়াহাটিই নয়, গোটা রাজ্যের জন্য নতুন বছরের উপহার। তিনি বলেন, অসমে এই প্রথম এ ধরনের উদ্যোগ শুরু হয়েছে। ‘এএসটিসির অধীনে ডিজেল-চালিত সিটি বাস চালানো বন্ধ করা হবে। আমাদের লক্ষ্য, এই সরকার আগামী এক বছরের মধ্যেই ডিজেল-চালিত বাস সরিয়ে সম্পূর্ণরূপে বৈদ্যুতিক এবং সিএনজি বাস গুয়াহাটিতে চালাবে। এ সব বাস পর্যায়ক্রমে চলবে। বাসগুলোতে সিএনজি সরবরাহের জন্য দুটি ফিলিং স্টেশন স্থাপন করা হয়েছে। একটি বেতকুচির আইএসবিটি এবং অন্যটি উলুবাড়িতে রয়েছে৷ দূষণ কমাতে এবং যথেষ্ট ব্যয়বহুল জ্বালানী কেনার জন্য অর্থ সাশ্রয়ের জন্য বাসগুলিকে চালু করা হবে৷’
মহানগরে গ্যাসচালিত বাস পরিষেবার উদ্বোধন করে মুখ্যমন্ত্ৰী হিমন্ত বিশ্ব বলেন, ‘রাজ্য আরও ২০০টি ইলেক্ট্ৰিক্যাল বাস এ বছরই পাবে৷ স্মাৰ্ট সিটির অধীনে গুয়াহাটিতে বহু উন্নয়নমূলক কাজ হয়েছে।’ মৃতপ্ৰায় স্মাৰ্ট সিটি লিমিটেডকে পুনরুদ্ধারের জন্য মন্ত্ৰী আশোক সিংঘলের প্ৰশংসা করেন মুখ্যমন্ত্রী।
তিনি অসম রাজ্য পরিবহণ নিগমকে প্রকারান্তরে হুঁশিয়ার করে বলেছেন, ‘এএসটিসিকে লাভজনক সংস্থা হিসেবে ফিরিয়ে আনতে শেষ সুযোগ দেওয়া হচ্ছে। এটা পরিবহণ বিভাগের শেষ সুযোগ, নিজেদের পরিবৰ্তন করুন।’ পাশাপাশি ব্লু হিল-এর মতো আদৰ্শ গ্রহণ করে লাভজনক হিসেবে এগিয়ে যেতে নির্দেশ দেন মুখ্যমন্ত্রী। অসম রাজ্য পরিবহণ নিগম মোট ৩০০টি বিনামূল্যের বাস পাবে বলে জানিয়ে নিগমের আধিকারিক ও কৰ্মচারীদের ভালো করে কাজ করার আহ্বান জানান মুখ্যমন্ত্রী। তিনি বলেন, আগামী মাৰ্চের মধ্যে আরও পাঁচটি সিএনজি স্টেশন হবে। গুয়াহাটিতে চলমান এবং মরিগাঁও ও জাগিরোডগামী গাড়িগুলোকেও ধীরে ধীরে সিএনজি করার আহ্বান জানান মুখ্যমন্ত্ৰী শর্মা। এছাড়া মুখ্যমন্ত্ৰী বলেন, আগামী তিন-চার বছরের মধ্যে পাইপ গ্যাস আসা শুরু হবে। সঙ্গে নতুন ১০০টি গাড়িতে জিপিএস-এর মাধ্যমে সব গতিবিধি একটি অ্যাপ-এর বলে জানা যাবে।
প্রসঙ্গত, পূৰ্বভারতী গ্যাস ইন্ডিয়ান অয়েলের সহযোগিতায় প্ৰথম সিএনজি স্টেশন শুরু করেছে। আগামীদেন সব ধরনের যানবাহন সিএনজি-তে রূপান্তরিত করার প্ৰচেষ্টা চলবে। পূৰ্বভারতী প্ৰত্যেক নাগরিকের ঘরে গ্যাস সংযোগ করবে। আগামী তিন বছরের মধ্যে এই সব কাজ হওয়ার সম্ভাবনার কথা শুনিয়েছেন মুখ্যমন্ত্রী। এদিন মুখ্যমন্ত্ৰীর সঙ্গে অন্য পরিষদীয় মন্ত্ৰীদের সঙ্গে নিয়ে সিএনজি বাসে উঠেন। বাসে উঠে মুখ্যমন্ত্ৰী বলেন, ‘বেশ ভালো লাগছে, আমার গাড়ির প্ৰায় সমানুপাতিক।’ (সংবাদ সংস্থা)