অনলাইন ডেস্ক : অসমে এবার ধরা পড়েছেন আরও এক কোভিড আক্রান্ত। শুক্রবার সুইডেন থেকে গুয়াহাটি আসা এক মহিলার দেহে কোভিডের সংক্রমণ পাওয়া গেছে। গুয়াহাটি মেডিক্যাল কলেজ ও হাসপাতালের সুপার অভিজিৎ শর্মা জানিয়েছেন, প্রথমে র্যাপিড পরীক্ষায় ওই মহিলার দেহে কোভিডের সংক্রমণ ধরা পড়ে। এরপরই আরটিপিসিআর পরীক্ষাও করা হয়। তাতেও ওই মহিলা কোভিড আক্রান্ত বলেই জানা যায়। তাঁকে হোম আইসোলেশনে পাঠানো হয়েছে। তবে ওই মহিলা কোভিডের নয়া রূপ জেএন১ -এ আক্রান্ত কি না তা জানা যায়নি। হাসপাতালের সুপারের মন্তব্য, নমুনার জিনোম পরীক্ষার পরই একমাত্র তা বলা সম্ভব। অভিজিৎ শর্মা বলেন যে, বিশ্ব স্বাস্থ্য সংস্থার নিয়ম অনুযায়ী এখন অধিকাংশ কোভিড আক্রান্তকেই হোম আইসোলেশনে পাঠানো হয়। সেই অনুযায়ীই ওই মহিলাকে নিভৃতবাসে পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পাশাপাশি ভীত হওয়ার কিছু নেই। তবে সাধারণ মানুষকে মাস্ক পরিধান ও কোভিডের নিয়মাবলী মেনে চলার পরামর্শ দিয়েছেন তিনি।