অনলাইন ডেস্ক : গুয়াহাটিতে এসেছেন উপ–রাষ্ট্ৰপতি জগদীপ ধনকড়। আইআইটি গুয়াহাটিতে দুটি অনুষ্ঠানে অংশগ্ৰহণ করতে মঙ্গলবার সকালে সস্ত্রীক এসেছেন উপ-রাষ্ট্রপতি। বিমানবন্দর থেকে তিনি সোজা চলে যান নীলাচল পাহাড়ে কামাখ্যা মন্দিরে। সেখানে মায়ের পুজো দিয়ে চলে যান আইআইটিতে। সকালে ভারতীয় বায়ুসেনার উড়ানে গুয়াহাটির বড়ঝাড়ে গোপীনাথ বরদলৈ আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করলে উপ-রাষ্ট্রপতি জগদীপ ধনকড়কে উষ্ণ স্বাগত জানান রাজ্যপাল গোলাবচান্দ কাটারিয়া, মুখ্যমন্ত্ৰী হিমন্ত বিশ্ব শৰ্মা, গুয়াহাটির সাংসদ কুইন ওজা, মন্ত্ৰী অতুল বরা, বিজেপির প্রদেশ সভাপতি ভবেশ কলিতা, মেয়র মৃগেণ শরণিয়া এবং সাধারণ ও পুলিশ পুলিশ প্রশাসনের উচ্চপদস্থ আধিকারিকরা।
মূলত আইআইটি-র ২৫-তম সমাবৰ্তন অনুষ্ঠানে অংশগ্ৰহণ করতে গুয়াহাটি এসেছেন উপ-রাষ্ট্ৰপতি। সমাবর্তন অনুষ্ঠান ছাড়াও তিনি এই উচ্চশিক্ষা প্ৰতিষ্ঠানের শিক্ষাৰ্থীদের সঙ্গে এক বাৰ্তালাপ কার্যক্রমে মিলিত হবেন। সব অনুষ্ঠানে উপস্থিত থাকবেন রাজ্যপাল গোলাবচান্দ কাটারিয়া এবং মুখ্যমন্ত্ৰী হিমন্ত বিশ্ব শৰ্মা। জানা গেছে, সমাবর্তন অনুষ্ঠানে উপ-রাজ্যপাল ২,০১১ জন স্নাতক, স্নাতকোত্তর এবং পিএইচ.ডি ডিগ্ৰি-প্ৰাপ্তদের সংবৰ্ধনা জ্ঞাপন করবেন৷
এছাড়া উপ-রাষ্ট্রপতি জগদীপ ধনকড়ের আগমনকে কেন্দ্র করে গুয়াহাটি মহানগরের কয়েকটি রাস্তায় চলাচলে নির্দেশনা জারি করেছে মেট্রো পুলিশ। সে অনুযায়ী জালুকবাড়ি থেকে শহরে প্ৰবেশ করতে পারবে না কোনও ভারী তথা বাণিজ্যিক গাড়ি। এটি রোডেও বাণিজ্যিক গাড়ি চলাচলে জারি করা হয়েছে নিষেধাজ্ঞা। ২৭ নম্বর জাতীয় সড়কের পাশাপাশি ডিজি রোড, এমজি রোডে ভারী যানবাহন চলাচলে নিষেধাজ্ঞা জারি করেছে পুলিশ প্ৰশাসন।