অনলাইন ডেস্ক : গুমড়া খেলমায় দু – পক্ষের মধ্যে জমি সংক্রান্ত বিবাদকে বছর ধরে চলে আসার ফলে বৃহস্পতিবার রণক্ষেত্র রুফ ধারণ করে। প্রাণ ঘাতী আক্রমণ পাল্টা আক্রমণে প্রাণ হারিয়েছে বছর চল্লিশের রাজু বৈষ্ণব, ও বছর পঞ্চাশের ধীরেন্দ্র বৈষ্ণব। গুরুতর জখম হয়েছেন আর ৬ জন। তারা হলেন রামসুন্দর বৈষ্ণব (২৩ ), ঠাকুরধন বৈষ্ণব (৪৬), নারায়ণ বৈষ্ণব (৩৩), সৈব সচিব বৈষ্ণব (৩০) , জয় সুন্দর বৈষ্ণব ( ৪৬) , হরলাল বৈষ্ণব (৬৪)। তাদের কালাইন সি এইচ সিতে প্রাথমিক চিকিৎসা সেরে অবস্থা সংকটজনক থাকায় সঙ্গে সঙ্গে শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেন কর্তব্যরত চিকিৎসক। অন্য দুজন জয়ধন বৈষ্ণব , ও ধনঞ্জয় বৈষ্ণবকে কালাইন সি এইচ সিতে চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয় বলে জানান চিকিৎসক। সূত্র মতে , একটি বিলের জল ছাড়া কে কেন্দ্র করে দুজনের মধ্যে প্রথমে কথা কাটাকাটি শুরু হয় । পরে মারপিটে রূপ ধারণ করে। হৈ চিৎকার শুনে ধারালো অস্ত্র নিয়ে দুপক্ষের মানুষ জড়ো হয়ে আক্রমণ পাল্টা আক্রমণে গুরুতর জখম হন ।
এমন ঘটনার খবর পেয়ে গুমড়া পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে ঘটনাস্থল থেকে রক্তাক্ত অবস্থায় গুরুতর জখমীদের উদ্ধার করে কালাইন সি এইচ সিতে নিয়ে যান । পরীক্ষা-নিরীক্ষা করে ধীরেন্দ্র বৈষ্ণব মারা গেছে বলে ঘোষণা দেন চিকিৎসক। রাজু বৈষ্ণবের অবস্থা সংকরজনক থাকায় সঙ্গে সঙ্গে শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেন চিকিৎসক । রাস্তায় রাজু বৈষ্ণব মারা গেছেন বলে জানা গেছে।
ঘটনার খবর পেয়ে ছুটে আসেন অতিরিক্ত পুলিশ সুপার সুব্রত সেন, ক্রাইম ব্রাঞ্চের অতিরিক্ত পুলিশ সুপার শীতল কুমার, কালাইন, কাটিগড়া, গুমড়া , বিহাড়া, ও ভাঙারপার পুলিশ সহ আধা সামরিক বাহিনী মোতায়েন করায় কালাইন সি এইচ সি র পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। এদিকে রাজু বৈষ্ণব ও ধীরেন্দ্র বৈষ্ণবের মৃত্যুর ঘটনায় কালাইন স্বাস্থ্য কেন্দ্রের ভিতরে রণক্ষেত্র রূপ নেয়। উভয় পক্ষের লোকজন উত্তেজিত হয়ে বেধড়ক মারধর শুরু করে।
বহু চেষ্টা করে পুলিশ বেসামাল পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। গুমড়া খেলমায় পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকলেও চাপা উত্তেজনা ও চাঞ্চল্য বিরাজমান।