অনলাইন ডেস্ক : শিলচরের গান্ধী মেলাকে নিয়ে বিতর্ক অব্যাহত।
মেলায় বিনোদনের উপকরণ বসানোর দায়িত্ব কোন সংস্থাকে দেওয়া হবে এ নিয়ে চলছিল বিতর্ক। যদিও শেষ পর্যন্ত চাপে পড়ে এ নিয়ে টেন্ডার ডাকা হয়। যদিও কোন সংস্থাকে বিনোদনের উপকরণ বসানোর বরাত দেওয়া হয়েছে এ নিয়ে পুর কর্তৃপক্ষের তরফে নিশ্চিত করে কিছু জানানো হয়নি। ব্যাপারটা জানার জন্য পুরসভার কার্যবাহী আধিকারিক আশুতোষ ডেকাকে রবিবার বারবার ফোন করা হলেও সংযোগ স্থাপন করা হয়ে ওঠেনি। তবে পুরসভার অন্য এক সূত্র জানিয়েছেন, প্রতিদিন প্রতি বর্গফুট ১০ টাকা করে রেট ধরে ডিজনিল্যান্ড নামে যে সংস্থা টেন্ডার জমা দিয়েছিল তাদেরই বরাত দেওয়া হয়েছে। নাড়ুগোপাল বৈষ্ণব নামে এক ব্যক্তি এই সংস্থার হয়ে জমা দিয়েছিলেন টেন্ডার। খবর অনুযায়ী নাড়ুগোপাল মূলত এক আচার ব্যবসায়ী। আসলে ডিকে এন্টারপ্রাইজ নামে যে সংস্থা গত কয়েক বছর ধরে মেলায় বিনোদনের উপকরণ বসিয়ে আসছিল বকলমে ডিজনিল্যান্ডের নামে সেই সংস্থার হয়েই টেন্ডার পেশ করেছিলেন নাড়ুগোপাল। প্রসঙ্গত গত দু’বছর গান্ধীমেলা না হওয়ায় ডিকে এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী মুক্তার আলম চালিয়েছিলেন ডিজনিল্যান্ড মেলা।
এদিকে এসবের মাঝে মাসদেড়েক আগে গান্ধী মেলার ময়দানেই আনন্দমেলা নাম দিয়ে পৃথক একটি মেলার আবেদনকে ঘিরেও বর্তমানে শুরু হয়েছে চর্চা। জানা গেছে টিকে এন্টারপ্রাইজ নামে সংস্থা আনন্দমেলা আয়োজনের জন্য মেলার মাঠ (সরকারি বালক উচ্চতর মাধ্যমিক বিদ্যালয় ও নার্সিং স্কুলের খেলার মাঠ) পেতে আবেদন জানিয়েছিল। এ নিয়ে প্রশাসন এবং শিক্ষা বিভাগের পক্ষ থেকে মাধ্যমিক শিক্ষা বিভাগের সঞ্চালকের কাছে অনুমতির জন্য ফরওয়ার্ড করা হয়েছিল এই আবেদন। যদিও এখনও পর্যন্ত এনিয়ে কোনও জবাব আসেনি।