অনলাইন ডেস্ক : ধর্মীয় ব্যঙ্গচিত্র ছেপে প্রবল বিতর্কের সৃষ্টি করেছিল। এবার জ্বলন্ত ইরানের সর্বোচ্চ নেতা ধর্মগুরু আয়াতোল্লা আলি খোমেইনির ব্যঙ্গচিত্র।ফের সংবাদ শিরোনামে শার্লি এবদো। খোমেইনির ব্যঙ্গচিত্র ছেপে হুমকির মুখে পড়ল এই ফরাসি ব্যঙ্গপত্রিকা। ইরান সরকারের তরফে বুধবার এ বিষয়ে ফ্রান্সকে সতর্কবার্তা পাঠানো হয়েছে। তেহরানের সেই সতর্কবার্তার ইঙ্গিত স্পষ্ট— শার্লি এবদো ব্যঙ্গচিত্র প্রকাশে সংযত না হলে ‘পরিণতি খারাপ হবে’।
গত ডিসেম্বরে একটি ব্যঙ্গচিত্র প্রতিযোগিতার আয়োজন করেছিল শার্লি। সম্প্রতি সেগুলি প্রকাশ করা হয়। সেখানে মুসলিম দুনিয়ার অন্য নেতাদের পাশাপাশি অন্যতম প্রভাবশালী খোমেইনির ব্যঙ্গচিত্রও ছিল। কিন্তু ইরানের বিদেশমন্ত্রী হুসেন আমির-আব্দুল্লাহিয়ানের অভিযোগ, ওই ব্যঙ্গচিত্র ‘অবমাননাকর’। ইরানে ফ্রান্সের রাষ্ট্রদূত নিকোলাস রোচেকে তলব করে এ বিষয়ে কূটনৈতিক প্রতিবাদও জানানো হয়েছে।শার্লি এবদো প্রথম সাড়া ফেলেছিল ২০০৬-এ। ডেনমার্কের এক সংবাদপত্রে প্রকাশিত একটি ধর্মীয় ব্যঙ্গচিত্র নিয়ে তোলপাড় চলছিল তখন। শার্লি এবদো সেই ছবিটাই ফের ছাপে। তবে তখন তাদের দফতরে হামলা হয়নি। আক্রমণের মুখে তারা পড়েছিল আরও পাঁচ বছর পরে। ২০০৯ সালে। মুসলিম জঙ্গিগোষ্ঠীগুলির নাগাড়ে হুমকির মধ্যেও গুটিয়ে যায়নি তারা। ২০১১-তে আবার এক বার ব্যঙ্গাত্মক প্রচ্ছদ কাহিনি ছাপা হয়। জবাবে কট্টরপন্থী কয়েক জন মুসলমান যুবক বোমা মেরে আগুন লাগিয়েছিলেন শার্লি-র দফতরে।