অনলাইন ডেস্ক : বৈঠাখালে রনো সিনহা ও কচুবাড়িতে পঞ্চমী সিনহা খুনের ঘটনায় জড়িত আসল অপরাধীদের শীঘ্রই গ্রেফতার করার দাবিতে পাথারকান্দি সার্কল অফিসারের মাধ্যমে এসপিকে স্মারকপত্র প্রেরণ করল বিভিন্ন সংগঠন। এদিকে বৈঠাখাল কাণ্ডে জড়িতদের আটক করতে ব্যর্থ স্থানীয় পুলিশ। এতে গভীর উদ্বেগ্ন প্রকাশ করেছে বিষ্ণুপ্রিয়া মণিপুরি সমাজের বিভিন্ন সংগঠন। এই ঘটনার সঙ্গে জড়িত মূল অপরাধীদের শীঘ্র গ্রেফতার করে ঘটনার মূল রহস্য উদঘাটনের দাবি জানিয়ে বুধবার পাথারকান্দির সার্কল অফিসারের মাধ্যমে করিমগঞ্জের পুলিশসুপারের উদ্দেশ্যে স্মারকপত্র প্রেরণ করল বিষ্ণুপ্রিয়া মণিপুরি সমাজের বিভিন্ন সংগঠন। উল্লেখ্য,গত ২২ জানুয়ারি রাতে পাথারকান্দি থানার অধীন বৈঠাখাল এলাকায় থাকা নিজের ব্যবসায়িক প্রতিষ্ঠানে কাটাবাড়ি এলাকার রনো সিনহা নামক এক প্রতিবন্ধী যুবককে খুন করে দুষ্কৃতীর দল অসম-ত্রিপুরা ৮ নং জাতীয় সড়কের পাশ ফেলে দিয়ে দুর্ঘটনার রূপ দেওয়ার চেষ্টা করে বলে অভিযোগ। এছাড়া গত কয়েক মাস আগে পাথারকান্দি থানার অধীন কচুবাড়ি গ্রামের পঞ্চমী সিনহা নামের এক যুবতীকে হত্যা করে ঘরের পাশের ক্ষেতের জমিতে ফেলে দেওয়া হলেও আজ অবধি এই কাণ্ডের মূল অভিযুক্তদের খুঁজে বের করে আটক করতে পারেনি পুলিশ। এ নিয়ে বিষ্ণুপ্রিয়া মণিপুরি সমাজের বিভিন্ন সংগঠন নিখিল বিষ্ণুপ্রিয়া মণিপুরি মহাসভা,বিষ্ণুপ্রিয়া মণিপুরি ইয়ং বিগ্রেড,ছাত্র সংস্থা,গণসংগ্রাম পরিষদ, মহিলা সংস্থা সহ বিভিন্ন সামাজিক বিভিন্ন সংস্থার কর্মকর্তারা পাথারকান্দি সার্কল কার্যালয়ে উপস্থিত হয়ে আধিকারিক অর্পিতা দত্ত মজুমদারের মাধ্যমে করিমগঞ্জের পুলিশসুপার পদ্মনাভ বরুয়ার উদ্দেশ্যে একটি স্মারকপত্র প্রেরণ করে। পরে সংগঠনের কর্মকর্তারা পাথারকান্দি থানায় গিয়ে পুলিশ প্রশাসনের কাছে এসব ঘটনায় জড়িতদের শীঘ্র আটক করে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদানের দাবি জানান। এছাড়া স্মারকপত্রে তারা বলেন,মূল অপরাধীদের শীঘ্র আটক না করলে তারা গণতান্ত্রিক পদ্ধতিতে বৃহত্তর গণ আন্দোলনে নামতে বাধ্য হবেন। স্মারকপত্র প্রদানে উপস্থিত ছিলেন অনিল রাজকুমার, বিশ্বজিৎ সিংহ বাবু, গোপীদাস সিংহ,সুরেশ সিংহ,প্রতিমা সিনহা,উষারানি সিনহা,সত্যজিৎ সিনহা,বীনা সিনহা,বিক্রম সিনহা,রাজকুমার সিনহা,সুভাষ সিনহা প্রমুখ।