• অসম
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলো
  • সাহিত্য
  • সম্পাদকীয়
  • অন্যান্য
  • অসম
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলো
  • সাহিত্য
  • সম্পাদকীয়
  • অন্যান্য
Home slider

খসড়া বাতিলের দাবি, সিআরপিসিসির ডাকে শিলচরে গণ ধর্ণা

samayikprasanga by samayikprasanga
July 12, 2023
in slider, অসম
0
খসড়া বাতিলের দাবি, সিআরপিসিসির ডাকে শিলচরে গণ ধর্ণা

অনলাইন ডেস্ক : নাগরিক অধিকার রক্ষা সমন্বয় কমিটি, আসাম এর ডাকে বুধবার শিলচরের ক্ষুদিরাম মূর্তির পাদদেশে  বিধানসভা ও লোকসভা আসনের সীমানা পুননির্ধারণের খসড়া বাতিলের দাবিতে গণ ধর্ণার আয়োজন করা হয়। সংগঠনের কাছাড় জেলা কমিটির সভাপতি অধ্যাপক নিরঞ্জন দত্ত ও সম্পাদক মধুসূদন করের পরিচালনায় গণ ধর্ণার বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক, নাগরিক সংগঠনের প্রতিনিধিরা যোগ দেন।

ধর্ণা চলাকালে তৃণমূল কংগ্রেসের সাংসদ সুস্মিতা দেব বলেন, এই খসড়া জনগণের সুবিধার জন্য তৈরি হয়নি, রাজ্যের মুখ্যমন্ত্রীর নির্দেশে শাসক দলের নেতাদের ভোটে জেতার লক্ষ্যে তা তৈরি হয়েছে। তিনি বলেন, বরাক উপত্যকাকে এক্ষেত্রে সবচেয়ে বেশি ক্ষতির সম্মুখীন হতে হয়েছে। তিনি অযৌক্তিক, বিভ্ৰান্তিকর ও বিভাজনবাদী খসড়ার বিরুদ্ধে দশ হাজার লোকের গণ মিছিল আয়োজনের আহ্বান জানান। প্রস্তাবিত ডিলিমিটেশন প্রতিবাদী মঞ্চের অন্যতম কর্তা, বিজেপি নেতা বাসুদেব শর্মা বলেন, দলীয় রাজনীতির ঊর্ধ্বে উঠে জনগণের রাজনৈতিক স্বার্থ রক্ষার আন্দোলনে এগিয়ে আসতে হবে। আসাম বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য তপোধীর ভট্টাচার্য বলেন, এই আন্দোলন ধারাবাহিক ভাবে চালিয়ে যেতে হবে যতদিন পর্যন্ত খসড়া বাতিল হচ্ছে। ঐক্যবদ্ধ আন্দোলন ছাড়া উগ্র-প্রাদেশিকতাবাদী শক্তির কুচক্রান্তকে ভেস্তে দেওয়া যাবে না। সম্মিলিত সাংস্কৃতিক মঞ্চের কার্যকরী সভাপতি বিশ্বজিত দাস বলেন, তার সংগঠন এই আন্দোলনে সক্রিয় ভূমিকা পালন করবে। ফোরাম ফর সোশ্যাল হারমনি’র অরিন্দম দেব বলেন, একজোট হয়ে লড়াই ছাড়া দাবি আদায় সম্ভব হবে না।

You might also like

জেউতি কলিতাকে অপসারণের দাবি ভক্তদের

পেহেলগাম নিয়ে পোস্ট, শিলচরে লেখিকাকে পুলিশের জিজ্ঞাসাবাদ

বিশ্ববিদ্যালয় যৌনকাণ্ড,গা ঢাকা দিলেন অভিযুক্ত অধ্যাপক, ছুটিতে যাবার নির্দেশ কর্তৃপক্ষের

ধর্নাস্থলে সংগঠনের অন্যতম সাধারণ সম্পাদক কিশোর কুমার ভট্টাচার্য বলেন, এই খসড়া প্রকাশের পেছনে যে চক্রান্ত রয়েছে গভীর চক্রান্ত। তিনি ২০২৬ সালে গোটা দেশের সঙ্গে আসামেও বিধানসভা ও লোকসভার সীমানা পুনঃনির্ধারণের দাবিতে সিআরপিসিসি আন্দোলন চালিয়ে যাবে বলে জানান। এসইউসিআই (সি) দলের নেতা অধ্যাপক অজয় রায় বলেন, মুখ্যমন্ত্রীর খিলঞ্জিয়ার রাজনৈতিক স্বার্থে খসড়া প্রকাশ হয়েছে বলে যে বার বার করা দাবি সম্পূর্ণ অসাংবিধানিক। কারণ সংবিধানে খিলঞ্জিয়া শব্দের সংজ্ঞা নির্ধারণ হয়নি। রাজ্যের জনগণের ঐক্য ও সংহতিকে ধ্বংস করতেই মুখ্যমন্ত্রী এসব বলছেন। সিপিএম জেলা সম্পাদক দুলাল মিত্র বলেন, ধর্মীয় সংখ্যালঘুদের সাংবিধানিক অধিকার কেড়ে নেওয়ার নীল নক্সা এই খসড়া। ফলে ভবিষ্যতে ধর্মীয় সংখ্যালঘুদের প্ৰতিনিধি পাঠানোর ক্ষমতা হ্ৰাস পাবে। এছাড়াও সেখানে বক্তব্য রাখেন প্রাক্তন বিধায়ক আতাউর রহমান মাঝারভূঁইয়া, বরাক উপত্যকা বঙ্গ সাহিত্য ও সংস্কৃতি সম্মেলনের গৌতম প্রসাদ দত্ত, ফোরাম ফর ডেমোক্রেটিক রাইটস এর চয়ন ভট্টাচার্য, মনিপুরী চেম্বার অফ কমার্সের সাধারণ সম্পাদক ওক্রাম লক্ষীকান্ত সিংহ, হিন্দি ভাষী ছাত্র পরিষদের দিলীপ সিং, ইয়াসি’র সভাপতি সঞ্জীব রায়, জেলা কংগ্রেস নেতা সীমান্ত ভট্টাচার্য সহ বহু বিশিষ্ট ব্যক্তিরা।

বেলা সাড়ে এগারোটা থেকে দুপুর দেড়টা পর্যন্ত ধর্ণা প্রদর্শনের পর সংগঠনের এক প্রতিনিধি দল জেলাশাসক মারফত আসামের চিফ ইলেক্টরেল অফিসারের কাছে পাঠানোর জন্য একটি স্মারকপত্র প্ৰদান করে ডিলিমিটেশন সংক্রান্ত অভিযোগ প্রদানকারী সংগঠন ও নাগরিকদের হেয়ারিং শিলচরে করতে জোরালো দাবি উত্থাপন করে। স্মারকপত্র প্রদান কালে উপস্থিত ছিলেন সংগঠনের কাছাড় জেলা সভাপতি নিরঞ্জন দত্ত, সম্পাদক মধুসূদন কর সহ কো চেয়ারম্যান সাধন পুরকায়স্হ, কিশোর কুমার ভট্টাচার্য, এম শান্তি কুমার সিংহ, সুব্রত চন্দ্র নাথ, নির্মল কুমার দাস, হিল্লোল ভট্টাচার্য প্রমুখ। ধর্ণায় উপস্থিত ছিলেন প্রাক্তন পুর সভাপতি তমালকান্তি বনিক, শিলচর নাগরিক অধিকার সুরক্ষা মঞ্চের সাধারণ সম্পাদক প্রাক্তন কমিশনার অতনু ভট্টাচার্য, জেলা ক্রীড়া সংস্থার সভাপতি বাবুল হোড়, প্রস্তাবিত ডিলিমিটেশন প্রতিবাদী মঞ্চের অন্যতম আহ্বায়ক আশু পাল, লেখিকা আদিমা মজুমদার, হিউম্যানিটি ফাউন্ডেশন এর সভাপতি সিহাব উদ্দিন আহমেদ, দীপঙ্কর চন্দ, প্রাক্তন অধ্যক্ষা বনানী রায়চৌধুরী, ফোরাম ফর সোশ্যাল হারমনি অরূপ বৈশ্য ও মানস দাস, মার্চ ফর সায়েন্স এর কমল চক্রবর্তী, সিপিআইএমএল লিবারেশন এর নেতা অসীম নাথ, এসইউসিআই (কমিউনিস্ট) দলের জেলা সম্পাদক ভবতোষ চক্রবর্তী, জয় বরদিয়া, আইনজীবী ও জেলা বার সংস্থার সদস্য আব্দুল হাই লস্কর, জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি রাজেশ দেব, প্রাক্তন অধ্যক্ষা সীমা ঘোষ, নারী মুক্তি সংস্থার স্নিগ্ধা নাথ, সুব্রত কর, সিপিআই নেতা রফিক আহমেদ, বঙ্গ সাহিত্য ও সংস্কৃতি সম্মেলনের জেলা সভাপতি সঞ্জীব দেবলস্কর, ফরোয়ার্ড ব্লকের রাজ্য সম্পাদক মিহির নন্দী, মাতৃভাষা সুরক্ষা মঞ্চের সুনীল রায়, বরাক হিউম্যান রাইটস প্রটেকশন কমিটির সদস্য নেহারুল আহমেদ মজুমদার, অল আসাম ইলেকট্রিসিটি কনজিউমার্স এসোসিয়েশন’র এর জেলা সভাপতি মন্মথ নাথ ও সম্পাদক অঞ্জন কুমার চন্দ, এআইডিএসও’র পল্লব ভট্টাচার্য, ব্রেকথ্রু সায়েন্স সোসাইটি এ এস এম ইসলামুল হক লস্কর, কাটিগড়া নাগরিক মঞ্চের আশিক আহমেদ চৌধুরী, রঞ্জিত কুমার চন্দ, বিডিএফ-এর হৃষিকেশ দে, সিআরপিসি’র সমীরণ চৌধুরী, বেরেঙ্গা জিপি’র প্রাক্তন সভাপতি আবুল কালাম আজাদ মজুমদার, চন্দনা দে, আইনজীবী আলী রাজা ওসমানী, মাধব ঘোষ, সুরজিত পাল সহ বহু বিশিষ্ট নাগরিকগণ।

এছাড়াও এদিন সিআরপিসিসি, আসাম এর ধোয়ারবন্দ শাখার উদ্যোগে ধোয়ারবন্দ বাজারে ডিলিমিটেশন খসড়ায় ধোয়ারবন্দ, বড়জালেঙ্গা, ছোটজালেঙ্গা এলাকাকে বড়খলার সঙ্গে যুক্ত করার প্রতিবাদে বিক্ষোভ প্রদর্শন করা হয়। বিক্ষোভ চলাকালে সেখানে বক্তব্য রাখেন সংগঠনের জেলা কমিটির সদস্য পরিতোষ ভট্টাচার্য, দিলীপ রী, সুজিত আকুড়া প্রমুখ।

Tags: CRPCCDelimitation ProcessMass ProtestSilchar DharnaSushmita Dev
Previous Post

রাহুল গান্ধীর শাস্তি, শিলচরে মৌন সত্যাগ্রহ কংগ্রেসের

Next Post

অসন্তুষ্ট বরাকবাসীর পাশে আছে কংগ্রেস : ভূপেন বরা

Related Posts

জেউতি কলিতাকে অপসারণের দাবি ভক্তদের
slider

জেউতি কলিতাকে অপসারণের দাবি ভক্তদের

by samayikprasanga
May 9, 2025
কাকিমার স্বর্ণালংকার চুরি, শিলচরে বন্ধু ও জুয়েলারি কর্মী সহ পুলিশের জালে নাবালক
slider

পেহেলগাম নিয়ে পোস্ট, শিলচরে লেখিকাকে পুলিশের জিজ্ঞাসাবাদ

by samayikprasanga
May 5, 2025
বিশ্ববিদ্যালয় যৌনকাণ্ড,গা ঢাকা দিলেন অভিযুক্ত অধ্যাপক, ছুটিতে যাবার নির্দেশ কর্তৃপক্ষের
slider

বিশ্ববিদ্যালয় যৌনকাণ্ড,গা ঢাকা দিলেন অভিযুক্ত অধ্যাপক, ছুটিতে যাবার নির্দেশ কর্তৃপক্ষের

by samayikprasanga
May 5, 2025
বচসার  জেরে  অসুস্থ হয়ে পড়লেন শিক্ষিকা , চাঞ্চল্য উধারবন্দে
অসম

ভোট দিতে গিয়ে মহিলার মৃত্যু

by samayikprasanga
May 3, 2025
বুথ দখল, মারপিটে রক্তারক্তি কাটিগড়ায়, জখম ৮
slider

বুথ দখল, মারপিটে রক্তারক্তি কাটিগড়ায়, জখম ৮

by samayikprasanga
May 3, 2025
Next Post
বুধবার শিলচরে প্রদেশ কংগ্রেস সভাপতি ভূপেন বরা

অসন্তুষ্ট বরাকবাসীর পাশে আছে কংগ্রেস : ভূপেন বরা

Leave a Comment Below Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Useful Links

About Us
Contact Us
Privacy Policy

Subscribe Now

Don’t miss our future updates! Subscribe Today!

©2022. Samayik Prasanga. All Rights Reserved.

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?