অনলাইন ডেস্ক : ক্লাশ চলাকালীনই অগ্নিকাণ্ড ঘটল শিলচর শহরতলির ৪৪৭ নম্বর সাংজুরাই নিম্ন প্রাথমিক বিদ্যালয়ে। সোমবার সকাল দশটা নাগাদ ঘটা এই ঘটনায় কচিকাঁচা পড়ুয়ারা ভাগ্যক্রমে রক্ষা পেলেও স্কুলের অনেকটাই ক্ষয়ক্ষতি হয়েছে।
জানা গেছে, যখন ঘটনা ঘটে তখন স্কুলে উপস্থিত ছিল অর্ধ শতাধিক পড়ুয়া। স্কুলের সহকারী শিক্ষিকা স্নিগ্ধা চৌধুরী জানিয়েছেন, ক্লাস চলাকালীন হঠাৎ মধ্যাহ্নভোজনের রন্ধন কক্ষে আগুনের সূত্রপাত ঘটে। দ্রুত তা ছড়িয়ে পড়তে থাকে। মধ্যাহ্নভোজনের রাধুনী চিৎকার শুরু করায় বিপদ বুঝে তারা সবার আগে পড়ুয়াদের বাইরে নিয়ে যান। এসবের মাঝে খবর পেয়ে এগিয়ে আসেন গ্রামের লোকেরা। কিছুক্ষণ পর হাজির হয় দমকল বাহিনীও। তবে দমকল বাহিনীর পৌঁছার আগেই গ্রামের লোকেরা আগুন অনেকটাই নিয়ন্ত্রণে নিয়ে আসেন। যদিও এর মধ্যেই পড়ে ছাই হয়ে যায় রান্না ঘরের বিভিন্ন সামগ্রী সহ শ্রেণিকক্ষের কিছু ডেক্স-বেঞ্চ ও বিভিন্ন নথিপত্র।
স্কুলে মধ্যাহ্ন ভোজন রান্না হয়ে থাকে মূল ভবনেরই একটি কক্ষে। এদিনের ঘটনার পর এনিয়ে প্রশ্ন উঠছে এলাকা জুড়ে। এলাকাবাসীর বক্তব্য, মূল স্কুলভবন থেকে রান্নাঘর কিছুটা পৃথক হওয়া উচিত। কিন্তু এই স্কুলে যেভাবে মূল ভবনেরই একটি কক্ষে রান্না করা হচ্ছে তা অনেকটাই ঝুঁকি বহুল। অনেকেই শিউরে উঠে মন্তব্য করেছেন, ভাগ্যক্রমে সময়মতো ব্যাপারটা টের পেয়ে পড়ুয়াদের সরিয়ে নিয়ে যাওয়া সম্ভব হয়েছে। অন্যথায় ঘটে যেতে পারত বড় ধরনের অঘটন।