অনলাইন ডেস্ক : ক্রিকেট খেলাকে কেন্দ্র করে রক্তারক্তি শিলচর কালীবাড়ি চড়ে। এখানকার কাছাড় স্পোর্টিং মাঠে নৈশ ক্রিকেটের আয়োজন করা হয়েছিল। খেলা দেখতে গিয়েছিলেন সুভাষ দাস নামে এক যুবক। সামান্য ঘটনাকে কেন্দ্র করে তাঁর সঙ্গে বচসা হয় অপর দুজনের। সেই বচসা একসময় হাতাহাতিতে পরিণত হয়। সুযোগ বুঝে সেই দুই যুবক সুভাষকে ছুড়ি দিয়ে আক্রমণ করে বসে। এতে আহত হন সুভাষ। ঘটনাস্থলে পুলিশ এবং আধাসামরিক বাহিনীও মোতায়েন করা হয়েছে।