অনলাইন ডেস্ক : ফুটবল সম্রাট পেলের প্রয়াণের শোকে এখনও মূহ্যমান ফুটবলবিশ্ব। এর মধ্যেই আরও একটা হৃদয়বিদারক খবর। ক্যানসারের সঙ্গে যুদ্ধে হেরে গেলেন ইতালির প্রাক্তন স্ট্রাইকার জিয়ানলুকা ভিয়ালি । মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৫৮ বছর। ২০১৭ সালে অগ্ন্যাশয়ের ক্যানসার ধরা পড়েছিল ভিয়ালির। বছর ঘুরতে না ঘুরতে সুস্থও হয়ে উঠেছিলেন। ২০২১ সালে মারণ ক্যানসারের থাবায় ফের অসুস্থ হয়ে পড়েন আজুরি-খ্যাত ফুটবলার। শুক্রবার থেমে গেল সব লড়াই। হার মানলেন স্ট্রাইকার। ইটালির ক্লাব সাম্পোদোরিয়া, জুভেন্টাসে খেলেন ভিয়ালি। পরে ইতালি ছেড়ে চলে যান চেলসিতে। ইতালির জার্সিতে ৫৯টি ম্যাচ খেলেন ভিয়ালি। জাতীয় ফুটবল দলের ‘হেড অফ ডেলিগেশন’ হয়েছিলেন। পরে অসুস্থতা বেড়ে যাওয়ায় সেই কাজ ছাড়তে বাধ্য হন ভিয়ালি। ১৯৯০ সালের বিশ্বকাপ অনুষ্ঠিত হয়েছিল ইতালিতে। সেবার জাতীয় দলের হয়ে খেলতে দেখা গিয়েছিল ভিয়ালিকে। যদিও ইতালি বিশ্বকাপে চমকে দিয়েছিলেন স্কিলাচি। রাতারাতি অখ্যাত থেকে বিখ্যাত হয়ে গিয়েছিলেন তিনি।