অনলাইন ডেস্ক : কেরলে হাউসবোট বা পর্যটকদের নৌকাডুবির ঘটনায় মৃতের সংখ্যা আরও বৃদ্ধি পেয়েছে। এই প্রতিবেদন লেখা পর্যন্ত অন্তত ২২ জনের মৃত্যু হয়েছে বলে খবর। আশঙ্কা, মৃতের সংখ্যা আরও বাড়তে পারে। রবিবার মধ্যরাত পর্যন্ত উদ্ধারকাজ চালিয়েছে প্রশাসন। কেরলের মালাপ্পুরমের জনপ্রিয় পর্যটন কেন্দ্র থুভাল থিরাম। রবিবার সন্ধ্যায় সেখানেই একটি জলাশয়ে হাউসবোটে থাকার আনন্দ উপভোগ করছিলেন পর্যটকেরা। ওই হাউসবোটে মোট ৪০ জন ছিলেন। পর্যটকবোঝাই নৌকাটি হঠাৎ উল্টে যায়। সন্ধ্যা ৭টা নাগাদ এই দুর্ঘটনা ঘটে। খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ এবং দমকল। দ্রুত উদ্ধারকাজে হাত লাগায় তারা। কমপক্ষে ১০ জনকে উদ্ধার করে নিকটবর্তী হাসপাতালে ভর্তি করানো হয়েছে। কী কারণে দুর্ঘটনা, তা এখনও স্পষ্ট নয়। এই ঘটনায় দুঃখপ্রকাশ করেছেন কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন।