অনলাইন ডেস্ক : শিলকুড়ি ধরম খালে নমিতা মাল (১২) নামে কিশোরীর মৃত্যুর ঘটনায় শেষ পর্যন্ত পুলিশ গ্রেপ্তার করল বিশ্বজিৎ দাস(৩৩) নামে ওই এলাকার এক মোদি দোকানীকে।
পুলিশের এক সূত্র জানান, নমিতার বাড়ি থেকে কিছুটা দূরে রয়েছে বিশ্বজিতের দোকান। গত বুধবার ঘটনার দিন বেলা এগারোটা নাগাদ দোকান থেকে আটা কিনে নিয়ে আসার জন্য বাড়ি থেকে বেরিয়েছিল নমিতা। তদন্ত চালিয়ে প্রাথমিকভাবে যে তথ্য পাওয়া গেছে সে অনুযায়ী, নমিতা আটা কিনে বাড়ি ফেরার জন্য সদর রাস্তার বদলে জঙ্গলাকীর্ন “শর্টকাট” রাস্তা দেখে বেছে নিয়েছিল।সেসময় বিশ্বজিৎ তার পিছু নেয়। এরপর উজরাটিলার গভীর জঙ্গলে নমিতাকে গলাটিপে হত্যা করে উপর থেকে ফেলে দেয় নীচে। যদিও বিশ্বজিৎ ঠিক কি কারনে নমিতাকে এভাবে হত্যা করেছে এনিয়ে সূত্রটি কিছু খোলসা করেননি ।
তবে স্পস্ট করে এটা বলে দেন, ঘটনার পরপর নমিতার মৃত্যু ঠিক কিভাবে হয়েছিল এ নিয়ে কিছুটা সংশয় থাকলেও পরবর্তীতে তারা নিশ্চিত হয়ে যান এটা হত্যাকাণ্ড। আর এতে বিশ্বজিতের সংযোগের প্রমাণও পাওয়া যায়।
প্রসঙ্গত ঘটনার পুলিশ বিশ্বজিৎ সহ ওই এলাকার মাল পদবীর এক ব্যক্তিকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছিল। জিজ্ঞাসাবাদের পর এবার গ্রেফতার করা হলো বিশ্বজিৎকে।
গ্রেফতারের পর শনিবার তাকে আদালতে পেশ করা হয়। আদালতের অনুমতিতে তাকে জিজ্ঞাসাবাদ করতে তিন দিনের জন্য নিয়ে যাওয়া হয়েছে পুলিশ হেফাজতে।
পুলিশের এক সূত্র জানান, নমিতার বাড়ি থেকে কিছুটা দূরে রয়েছে বিশ্বজিতের দোকান। গত বুধবার ঘটনার দিন বেলা এগারোটা নাগাদ দোকান থেকে আটা কিনে নিয়ে আসার জন্য বাড়ি থেকে বেরিয়েছিল নমিতা। তদন্ত চালিয়ে প্রাথমিকভাবে যে তথ্য পাওয়া গেছে সে অনুযায়ী, নমিতা আটা কিনে বাড়ি ফেরার জন্য সদর রাস্তার বদলে জঙ্গলাকীর্ন “শর্টকাট” রাস্তা দেখে বেছে নিয়েছিল।সেসময় বিশ্বজিৎ তার পিছু নেয়। এরপর উজরাটিলার গভীর জঙ্গলে নমিতাকে গলাটিপে হত্যা করে উপর থেকে ফেলে দেয় নীচে। যদিও বিশ্বজিৎ ঠিক কি কারনে নমিতাকে এভাবে হত্যা করেছে এনিয়ে সূত্রটি কিছু খোলসা করেননি ।
তবে স্পস্ট করে এটা বলে দেন, ঘটনার পরপর নমিতার মৃত্যু ঠিক কিভাবে হয়েছিল এ নিয়ে কিছুটা সংশয় থাকলেও পরবর্তীতে তারা নিশ্চিত হয়ে যান এটা হত্যাকাণ্ড। আর এতে বিশ্বজিতের সংযোগের প্রমাণও পাওয়া যায়।
প্রসঙ্গত ঘটনার পুলিশ বিশ্বজিৎ সহ ওই এলাকার মাল পদবীর এক ব্যক্তিকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছিল। জিজ্ঞাসাবাদের পর এবার গ্রেফতার করা হলো বিশ্বজিৎকে।
গ্রেফতারের পর শনিবার তাকে আদালতে পেশ করা হয়। আদালতের অনুমতিতে তাকে জিজ্ঞাসাবাদ করতে তিন দিনের জন্য নিয়ে যাওয়া হয়েছে পুলিশ হেফাজতে।