অনলাইন ডেস্ক : কালাইনে সড়ক দুর্ঘটনায় আহত হলেন এক ব্যক্তি। রবিবার বিকেলে অটো, ডাম্পার ও ডি আই লরির মধ্যে সংঘর্ষ ঘটে। পথচারীরা আহত ব্যক্তিকে কালাইন স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গেলে সেখানে প্রাথমিক চিকিৎসা সেরে অবস্থা বেগতিক দেখে সঙ্গে সঙ্গে তাকে শিলচর মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করেন কর্তব্যরত চিকিৎসকরা । আহত ব্যক্তি হলেন ভৈরবপুুর পঞ্চম খন্ডের বছর আটাশের শাহাবুুদ্দিন। প্রত্যক্ষদর্শীদের দেওয়া বয়ান মতে লক্ষীপুর স্থিত ৬ নং জাতীয় সড়কের পাশে দাঁড়িয়ে থাকা অটোটির পেছন দিক থেকে এসে স্বজোরে ধাক্কা মেরে বেপরোয়া ডাম্পারটিি, এতে অটো গাড়ি ফের ধাক্কা মেরে একটি ডি আই লরিতে। ঘটনার পর স্থানীয়রা উত্তপ্ত হওয়ায়় বেসামাল পরিস্থিতি সৃষ্টি হয়। স্থানীয় জনতার অভিযোগ কালাইন সংলগ্ন লক্ষিপুর এলাকায় প্রতিনিয়ত ডাম্পার গাড়ির দূর্ঘটনা সংঘটিত হয়। কিন্তু পুলিশ এদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা গ্ৰহন করেন না।আর এই সব দূর্ঘটনার একমাত্র কারণ হলো নথিপত্র বিহীন গাড়ি এবং লাইসেন্স বিহীন চালক ও অভারলোড গাড়ি।