অনলাইন ডেস্ক : গুয়াহাটির নীলাচল পাহাড়ে অবস্থিত কামাখ্যা মন্দিরে পুজো দিলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা। তিনদিনের সফরসূচি নিয়ে মঙ্গলবার রাতে গুয়াহাটি এসেছেন জগত প্ৰকাশ। তিনদিনের সফরসূচিতে অসম সহ অরুণাচল প্রদেশ রয়েছে তাঁর।
আজ বুধবার সকাল সাড়ে নয়টায় কইনাধরার রাজ্য অতিথিশালা থেকে সোজা চলে যান নীলাচল পাহাড়ে অবস্থিত কামাখ্যা মন্দিরে। সেখানে মায়ের পুজো দিয়ে চলে আসেন পাঞ্জাবাড়িতে শ্ৰীমন্ত শংকরদেব কলাক্ষেত্ৰে। এখানে দলের প্রায় দশ হাজার নেতা-কার্যকর্তা তাঁকে মিছিল করে নিয়ে আসেন। কলাক্ষেত্ৰের মিলনায়তনে তিনি অসম প্ৰদেশ ভারতীয় জনতা পাৰ্টির রাজ্য কাৰ্যনিৰ্বাহক সভায় অংশগ্রহণ করেছেন।
এই সভায় ভারতীয় জনতা পাৰ্টির জাতীয় সভাপতি জগত প্ৰকাশ নাড্ডা ছাড়াও রয়েছেন দলের অসম প্রদেশ সভাপতি ভবেশ কলিতা, মুখ্যমন্ত্ৰী ড. হিমন্তবিশ্ব শৰ্মা, কেন্দ্ৰীয় দুই মন্ত্ৰী সৰ্বানন্দ সনোয়াল ও রামেশ্বর তেলি, জাতীয় উপ-সভাপতি বৈজন্তজয় পাণ্ডা, সহকারী প্ৰভারী পবণ শৰ্মা, জাতীয় সম্পাদক তথা অসমের সাংসদ কামাখ্যাপ্ৰসাদ তাসা সহ রাজ্যের মন্ত্ৰী, বিধায়ক এবং দলের পদস্থ ও উচ্চপদস্থ পদাধিকারী তথা কাৰ্যনিৰ্বাহক কমিটির সদস্যরা।
এর পর শ্ৰীমন্ত শংকরদেব কলাক্ষেত্ৰের মিলনায়তনে বেলা দুটা থেকে শুরু হবে কোর কমিটির বৈঠক। সন্ধে ৬.৩০ মিনিটে বশিষ্ঠে অবস্থিত দলের প্রদেশ সদর দফতর অটলবিহারী বাজপেয়ী ভবনেও আরেকটি গুরুত্বপূৰ্ণ সভায় অংশগ্ৰহণ করবেন ভারতীয় জনতা পাৰ্টির জাতীয় সভাপতি জগত প্ৰকাশ নাড্ডা। এর পর আজ রাত কইনাধরা অতিথিশালায় কাটিয়ে আগামীকাল সকাল ৯.০০টায় দলীয় কাৰ্যসূচিত অংশগ্ৰহণের জন্য অরুণাচল প্রদেশের রাজধানী ইটানগরের উদ্দেশ্যে যাত্রা করবেন তিনি। সেখানেও অরণাচল প্রদেশ বিজেপির কার্যনির্বাহী এবং কোর কমিটির সভায় যোগ দেবেন সর্বভারতীয় সভাপতি।
প্ৰসঙ্গত গতকাল রাত প্রায় দশটা নাগাদ গুয়াহাটি বিমানবন্দরে স্বাগত-অভ্যর্থনা জানান মুখ্যমন্ত্ৰী হিমন্তবিশ্ব শৰ্মা, প্রদেশ সভাপতি ভবেশ কলিতা, জাতীয় সম্পাদক কামাখ্যাপ্ৰসাদ তাসা, বিজেপির অসম প্ৰদেশ প্ৰভারী বৈজয়ন্তজয় পাণ্ডা, অন্যান্য পদাধিকারী সহ মন্ত্ৰীগণ।