অনলাইন ডেস্ক : কাছাড় জেলা ভাগ করে ৫০টি গ্রামের ডিমা হাসাওয়ে অন্তর্ভুক্তির সম্ভাবনা উড়িয়ে দিলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। প্রাক্তন জঙ্গিগোষ্ঠী ডিমাসা ন্যাশনাল লিবারেশন আর্মি (ডিএনএলএ)-র সঙ্গে ত্রিপাক্ষিক চুক্তি স্বাক্ষর হয়েছে কেন্দ্র ও রাজ্য সরকারের। কিন্তু সেই চুক্তি নিয়েই কার্যত গুজব রটে যায় যে এর জেরে অচিরেই কাছাড় জেলা থেকে অর্ধশতাধিক গ্রাম চলে যাচ্ছে ডিমা হাসাও জেলায়। শনিবার সেই সম্ভাবনাই পত্রপাঠ খারিজ করলেন হিমন্ত। সাময়িক প্রসঙ্গ-কে তিনি জানিয়েছেন, ‘কেবল ডিমাসা উন্নয়ন পরিষদ তৈরি হওয়ার কথা বলা হয়েছে। স্যাটেলাইট পদ্ধতিতে এই উন্নয়ন পরিষদ গঠন করা হবে।’
অবশ্য এর আগেই বৃহস্পতিবার চুক্তি স্বাক্ষরের পর দিল্লিতে সাংবাদিকদের মুখ্যমন্ত্রী বলেছিলেন, ডিমাসা স্বশাসিত পরিষদের এক্তিয়ার বৃদ্ধি হচ্ছে। সংলগ্ন এলাকাগুলি স্বশাসিত পরিষদের ভিতর ঢুকে যাবে। তবে কাছাড়, নগাওঁ ইত্যাদি জেলায়ও বহু ডিমাসা লোকের আধিক্য থাকা গ্রাম রয়েছে। সেসব গ্রাম নিয়ে পৃথকভাবে ডিমাসা উন্নয়ন পরিষদ গঠন হওয়ার কথাও জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী। এরপরেই কাছাড় জেলার ভৌগোলিক সীমানা পরিবর্তন হওয়া নিয়ে খবর বেরোয়। তবে মুখ্যমন্ত্রীর পাশাপাশি রাজ্য প্রশাসনের কর্তারাও এদিন তেমন সম্ভাবনার কথা নাকচ করেছেন।