অনলাইন ডেস্ক : কাছাড় পুলিশে সাব ইন্সপেক্টর স্তরে ব্যাপক হারে রদবদল করা হয়েছে। সোমবার পুলিশ সুপার নূমল মাহাতো এক নির্দেশে রদবদল করেছেন ৩০ জনকে।
নির্দেশ অনুযায়ী শিলচর ন্যাশনাল হাইওয়ে পুলিশ পি পির ইনচার্জ রূপম দাসকে বদলি করা হয়েছে বিহাড়া ফাঁড়ির ইনচার্জ হিসেবে। গুমড়া পিআইসির ইনচার্জ মানবজ্যোতি মালাকারকে করা হয়েছে টিএসআই জোন ওয়ান।শিলচর সদর থানা থেকে মৌসুমী ফুকনকে করা হয়েছে রংপুর পিপির ইনচার্জ । আর এস আই প্রতাপ সেনারকে করা হয়েছে জিরিঘাট থানার ওসি। জিরিঘাট থানার ওসি চিত্তরঞ্জন বরাকে বদলি করা হয়েছে শিলচর সদর থানায় অ্যটাচ অফিসার হিসেবে। একইভাবে শিলচর থানায় বদলি করা হয়েছে বাঁশকান্দি পিআইসির ইনচার্জ নসিফুর রহমান, ভাঙ্গারপার আউটপোস্টের ইনচার্জ ভাস্করজ্যোতি চৌধুরী, রাঙ্গিরখাড়ি আউটপোস্টে কর্মরত সুবিমল নাথ, বিহাড়া আউটপোস্টের ইনচার্জ শঙ্কর রায় এবং গুমড়া পিআইসির অ্যটাচ অফিসার গীরেন্দ্র কেওটকেও। শিলচর থানায় কর্মরত প্রাঞ্জল লাকরাকে গুমড়া পিআইসির ইনচার্জ, পঞ্চম আমসিকে টি এস আই জোন -টু, সুরজিৎ ডেকা, জয় ভট্টাচার্য এবং সৌমেন দেকে করা হয়েছে গুমড়া পিআইসির অ্যটাচ অফিসার। শিলচর থানায়ই কর্মরত দেবজ্যোতি বরাকে করা হয়েছে আরএসআই, নয়ন মনি বরুয়াকে কুম্ভিরগ্রাম এসওপির ইনচার্জ, সুশান্ত বরুয়াকে রাঙ্গিরখাড়ি ফাঁড়ির অ্যাটাচ অফিসার, শ্যামলী গগৈকে ধলাই থানার অ্যটাচ অফিসার, যুগল দাসকে তারাপুর ফাড়ির অ্যটাচ অফিসার, চন্দন পাটোয়ারীকে মালুগ্রাম ফাড়ির অ্যটাচ অফিসার এবং দীপজ্যোতি বরুয়াকে করা হয়েছে লায়লাপুর পিপির অ্যটাচ অফিসার। ধোয়ারবন্দ থানার ওসি প্রঙ্গান গগৈকে করা হয়েছে কালাইন থানার ওসি। শিলচর সদর থানার টি এস আই মুকুট তালুকদারকে ভাঙ্গারপার আউটপোষ্টের ইনচার্জ, কালাইন থানার ওসি বিপুল বিশ্বাসকে বাঁশকান্দি পিআইসির ইনচার্জ এবং পুলিশ রিজার্ভে থাকা সুবর্ণর দাসকে বদলি করা হয়েছে রাঙ্গিরখাড়ি ফাঁড়িতে। মালুগ্রাম ফাঁড়ির ইনচার্জ হিমাক্ষী নাথ রাঙ্গিরখাড়ি ফাঁড়ির ইনচার্জ, সদর থানায় কর্মরত কমল বড়ো মালুগ্রাম ফাড়ির ইনচার্জ,গুমড়া পিআইসিতে কর্মরত কপিল দেবনাথ শিলচর ন্যাশনাল হাইওয়ে পিপির ইনচার্জ এবং রংপুর পিপির ইনচার্জ প্রবীন বে -কে বদলি করা হয়েছে ধোয়ারবন্দ থানার ওসি পদে।