অনলাইন ডেস্ক : স্ক্রুইজার গাড়ির বনেটে লুকিয়ে পাচার করা হচ্ছিল নেশায় ব্যবহৃত ইয়াবা ট্যাবলেট। জিরিঘাটে এই গাড়ি আটকে পুলিশ ট্যাবলেট বাজেয়াপ্ত করার সঙ্গে সঙ্গে পাকড়াও করে একজনকে।
ধৃত মইদুল হোসেন লস্কর (৩৭) লক্ষ্মীপুর থানা এলাকার বাঁশকান্দি তৃতীয় খন্ডের বাসিন্দা। পুলিশ সুপার নূমল মাহাতো জানিয়েছেন গাড়ির সামনের বনেটে লুকিয়ে ট্যাবলেট নিয়ে এসেছিল মইদুল। গোপন সূত্রের খবরের ভিত্তিতে জিরিঘাটে গাড়িটি আটকে তল্লাশি চালিয়ে এসব বাজেয়াপ্ত করার সঙ্গে সঙ্গে গ্রেফতার করা হয় মইদুলকে।
এদিকে ধলাই থানা এলাকার ইসলামাবাদে শরিফ উদ্দিন নামে এক ব্যক্তির দোকানে তল্লাশি চালিয়ে পুলিশ বাজেয়াপ্ত করেছে ০’৪২ গ্রাম হেরোইন। পুলিশ সুপার জানিয়েছেন, বাজেয়াপ্ত করা ইয়াবা ট্যাবলেট ও হেরোইনের মূল্য প্রায় তিন কোটি টাকা।