অনলাইন ডেস্ক : ফের বিতর্কিত কারণে সংবাদ শিরোনামে কৈবর্ত উন্নয়ন পরিষদ নেতা সুজিত দাস চৌধুরী। কর্মীদের সঙ্গে দুর্ব্যবহারের দরুণ কলকাতাগামী বিমান থেকে নামিয়ে দেওয়া হয়। অন্য আরও দশজনকে নিয়ে কলকাতা যাওয়ার কথা ছিল সুজিতের। অ্যালাএঞ্জ এয়ারলাইন্স নামের এক বিমানে চাপেন তিনি। সঙ্গে ছিলেন তার আরও দশ সহযোগী। বিমানে উঠার পর স্মার্টফোনে কথা বলতে থাকেন সুজিত। ক্রু মেম্বার সহ বিমানসেবিকারা তাকে বারবার মোবাইল ফ্লাইটমোড করার আর্জি জানান। কিন্তু এতে কর্ণপাত না করে উল্টো বিমানকর্মীদের সঙ্গে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন সুজিতরা। পরবর্তীতে হস্তক্ষেপ করেন পাইলট। তবে তার কথাতেও কোনও কাজ আসেনি। তর্কে জড়ানোর পাশাপাশি সুজিতরা অশ্লীল ভাষাও প্রয়োগ করেন বলে অভিযোগ। সেইসঙ্গে এরা মদ্যপ অবস্থায় ছিল বলেও অভিযোগ। পরে নিরাপত্তা কর্মীদের ডেকে সুজিতকে বিমান থেকে নামিয়ে দেন পাইলট। এরপর তার সঙ্গে থাকা অন্যরাও বিমানে সফর করতে অস্বীকার করেন। ফলে সুজিতের সঙ্গে থাকা বাকিরাও বিমান থেকে নেমে যান। বিমান কর্মীরা বলেন, ফোন সুইচ অফ করার কথা বলতেই ক্ষেপে যান সুজিত। অপরদিকে সুজিতের বক্তব্য হল, নিজের ছেলের সঙ্গে কথা বলছিলেন। আর আচমকা তার সঙ্গে বিমান কর্মীরা বাজে ব্যবহার করেন।