অনলাইন ডেস্ক : করিমগঞ্জ নেতাজি মেলার সময় বৃদ্ধি নিয়ে বিতর্কে করিমগঞ্জ পুরসভা । পরীক্ষার মরশুমে ছাত্রছাত্রীদের কথা চিন্তা না করে অধিক মুনাফা আদায়ে মেলা কমিটির এমন সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়েছেন এলাকার জনগন । এলাকাবাসীর ক্ষোভের মুখে পড়তে হয়েছে মেলা কমিটির সম্পাদক নির্মল বণিক কে । ব্যাপক সমালোচনা শুরু হয়েছে ইতিমধ্যে ।
করিমগঞ্জ নেতাজি মেলার সময়সীমা আবারও সাতদিন বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে । অর্থাৎ নেতাজি মেলা সমাপ্ত হবে আগামী সাত মার্চ । মঙ্গলবার নেতাজি মেলা প্রাঙ্গনে কমিটির কার্যালয়ে এক বৈঠক বসে। মেলা কমিটির সভাপতি পুরপতি রবীন্দ্র চন্দ্র দেব, সম্পাদক নির্মল বণিক, সহসভাপতি ধীমান রায়, সহসম্পাদক বিক্রম দাস বৈঠকে বসে মেলার সময়সীমা আরও সাতদিন বাড়ানোর সিদ্ধান্ত নেন। এতে ব্যাপক প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে । ক্রমাগতভাবে মেলার সময়সীমা বৃদ্ধির জন্য বিভিন্ন তরফ থেকে সমালোচনা শুরু হয়েছে। বনমালি এলাকায় বহু মহিলা এর বিরুদ্ধে প্রতিবাদে নেমেছেন । ইতিমধ্যে উচ্চ মাধ্যমিক চূড়ান্ত বর্ষের পরীক্ষা শুরু হয়েছে ।দুদিন পর শুরু হচ্ছে মাধ্যমিক পরীক্ষা । এব্যাপারে মেলা কমিটির দৃষ্টি আকর্ষণ করা হলেও এরা কোনো পাত্তা দেন নি বলে অভিযোগ এলাকার মানুষদের । এছাড়া মেলার দোকান বসানো নিয়ে ইতিমধ্যে মেলা কমিটি বিতর্কের মুখে পড়েছে । শহরবাসীর অভিযোগ, বেশির ভাগ স্থানীয় দোকান বসিয়ে মেলা চালানো হচ্ছে । মেলার সময়সীমা বৃদ্ধির প্রতিবাদে সরব হয়েছেন করিমগঞ্জ শহর ব্লক কংগ্রেস সভাপতি তাপস পুরকায়স্থ । তিনি বারবার মেলার সময় বাড়ানোর তীব্র প্রতিবাদ করে বলেন পরীক্ষার মরসুমে এভাবে মেলা চলতে দেওয়া উচিত নয়। হায়ার সেকেণ্ডারি পরীক্ষা ইতিমধ্যে শুরু হয়েছে। মাধ্যমিক পরীক্ষা শুরু হবে দিন তিনেকের মধ্যে। এছাড়াও রয়েছে সবগুলো স্কুলের বার্ষিক পরীক্ষা। এমতাবস্থায় মেলার সময়সীমা বৃদ্ধি ছাত্রছাত্রীদের পড়াশোনার উপর প্রভাব ফেলবে। তিনি এজন্য পুর কর্তৃপক্ষের সমালোচনা করেন। মেলা সংলগ্ন এলাকার পড়ুয়াদের মারাত্মক ক্ষতির কথা তিনি উল্লেখ করেন। তিনি জানান আগামী সাত মার্চ পযর্ন্ত চলতে থাকলে দেড়মাস হয়ে যাবে। এভাবে সময়ে সময়ে মেলার সময়সীমা বৃদ্ধি কেউই মানবেন না। অন্যদিকে মেলা কমিটির সম্পাদক নির্মল বণিক জানান ব্যবসায়ীদের তরফে আরও সময় চাওয়া হয়েছে। তাদের কথা বিবেচনা করে মঙ্গলবার বৈঠকে বসে মেলা কমিটি আরও সাতদিন মেলার সময়সীমা বৃদ্ধির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে মাইক পুরোপুরি বন্ধ থাকবে।