অনলাইন ডেস্ক : দুই পক্ষের মারপিটে বুধবার উত্তপ্ত হয়ে উঠে করিমগঞ্জ কলেজ । কলেজের ভেতরের মারপিটের রেশ জাতীয় সড়ক পর্যন্ত পৌঁছায় । দুবছর পর কলেজের ছাত্র সংসদ নির্বাচন কে ঘিরেই এই মারপিট বলে আশঙ্কা করা হচ্ছে । পরবর্তী তে উভয় পক্ষের তরফে সদর থানায় মামলা দায়ের করা হয় ।
করিমগঞ্জ কলেজে দুই পক্ষের ছাত্র দের মারপিটের ঘটনায় তীব্র উত্তেজনা দেখা দেয় । জানা গেছে কলেজের ভেতরে প্রথমে এনএসইউআই দলের কিছু ছাত্রের সঙ্গে অন্য এক ছাত্রের ঝামেলা বাঁধে । সেই ছাত্রটি এবিভিপি দলের ছিল । কথা কাটাকাটি শুরু হলে বড় ক্লাসের অন্য দুই ছাত্র মিটমাটের চেষ্টা করলে এনএসইউআই দলের ছাত্ররা তাদের উপর চড়াও হয় বলে অভিযোগ । পরবর্তী তে এবিভিপির ছাত্ররাও জড়ো হয় এবং পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠে । কলেজের ভেতরে দফায় দফায় দুপক্ষের মধ্যে মারপিট শুরু হয় । পড়ে এর রেশ গড়ায় মেইন রাস্তায় । রাস্তার উপর চড়ে মারপিট । আশপাশের লোকজন ছুটে এসে তাদের বুঝিয়ে কলেজের গেইটের ভেতরে পাঠান । কিন্তু এতেও থামে নি এই লড়াই । কলেজের ভেতরে ফের একবার লড়াই হয় । কলেজের অধ্যাপকরা এগিয়ে এসে নিয়ন্ত্রনের চেষ্টা করলেও ব্যর্থ হন । অনেকের অভিমত এবার কলেজের ছাত্র সংসদ নির্বাচন হওয়ার কথা । যা গত দু তিনবছর বনধ ছিল । ফলে নির্বাচনের প্রভাব এই লড়াই । অন্যদিকে স্থানীয় মানুষরা কলেজ কর্তৃপক্ষ কে দায়ী করেছেন । তাদের মতে কলেজের আইন শৃঙ্খলার ক্রমশ অবনতি ঘটছে । ফলেই এ ধরনের ঘটনা সংগঠিত হচ্ছে । এদিকে উভয় দলের ছাত্ররা এই মারপিটে আহত হয়েছে । মারপিটের খবর পেয়ে সদর থানার পুলিশ উপস্থিত হয় । যদিও কলেজের ভেতরে প্রবেশ করেনি পুলিশ । উভয় পক্ষের তরফে সদর থানায় মামলা দায়ের করা হয়েছে বলে খবর পাওয়া গেছে ।