অনলাইন ডেস্ক : ফের করিমগঞ্জ কলেজের ছাত্র সংসদ দখল করল অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ।১৪ আসনের মধ্যে ৮টি আসন দখল করে সংখ্যা গরিষ্ঠতা অর্জন করেছে এবিভিপি।টানটান উত্তেজনার মধ্যে শুক্রবার শেষ বেলায় নির্বাচনের ফলাফল ঘোষণার পর আনন্দ উল্লাসে মেতে উঠেন এবিভিপি দলের সদস্যরা।জেলা সদরে আয়োজিত হয় বিজয় মিছিল।
করিমগঞ্জ কলেজের ছাত্র সংসদ নির্বাচন কে ঘিরে কয়েকদিন থেকে বেশ জল্পনা চলছিল।নির্বাচনের প্রচার জোরকদমে শুরু হয়।কলেজ চত্বরে নির্বাচন কেন্দ্রিক সংঘাত ও দেখা যায়।শুক্রবার সকাল ৯টা থেকে ভোটদান প্রক্রিয়া শুরু হয়।প্রায় ১২৭০ জন ছাত্রছাত্রী নিজেদের ভোট প্রদান করে।শান্তিপূর্ণ নির্বাচনের লক্ষ্যে কলেজের বাইরে পুলিশ ও সিআরপিএফ বাহিনী মোতায়েন করা হয়েছিল।বেলা ১টায় ভোটদান শেষ হয়।এরপরই শুরু হয়ে যায় গণনা।উপসভাপতি আসনে এবিভিপি দলের মনদ্বীপ দত্ত ৬৬৫ টি ভোট পেয়ে জয়ী হয়েছেন।এই আসনে এনএসইউআই দলের অয়ন দাস পেয়েছেন ৫৯০টি ভোট।সাধারণ সম্পাদক পদে এনএসইউআই দলের প্রতীক মালাকার ৭০৫ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন।এবিভিপি দলের দিবাকর দাস এই আসনে পেয়েছেন ৫৬৫ ভোট। এজিএস পদে জয়ী হয়েছেন এবিভিপি দলের দেবার্ঘ দাস।স্পোর্টস সেক্রেটারি পদে জয়ী হয়েছেন এনএসইউআই দলের করন কর। সেক্রেটারি মিউজিক এন্ড ড্রামা পদে জয়ী হয়েছেন এবিভিপি দলের সপ্তর্ষি দাস। সেক্রেটারি সোশ্যাল সার্ভিস আসনে এবিভিপি দলের টিটু দাস, সেক্রেটারি বয়েজ কমনরুম আসনে এবিভিপি দলের মধুময় দাস জয়ী হয়েছেন।গার্লস কমনরুম পদে এবিভিপি দলের প্লাবিতা পুরকায়স্থ, সাবেরিটর কলেজ ম্যাগাজিন আসনে এনএসইউআই দলের মৌসুমী চক্রবর্তী, অ্যাসিস্ট্যান্ট সেক্রেটার সোসিয়াল সার্ভিস পদে এবিভিপি দলের নিপিতা দাস, অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারী স্পোর্টস আসনে এনএসইউআই দলের বিক্রম শীল, অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি মিউজিক অ্যান্ড ড্রামা আসনে এনএসইউআই দলের ঋত্বিকা দাস, অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি বয়েজ কমনরুম আসনে এনএসইউআই দলের মোহাম্মদ আশরাফুল হোসেন এবং এডিটর কলেজ ম্যাগাজিন আসনে এবিভিপি দলের স্বরাজ পাল বিজয়ী হয়েছেন। মোট ১৪ টি আসনের মধ্যে ৮টি আসন দখল করায় সংখ্যা গরিষ্ঠতা লাভ করে এবিভিপি ছাত্র সংসদ দখল করে।নির্বাচনের ফলাফল ঘোষণার পর গৈরিক আবির মাখিয়ে শ্রীভূমি জেলা সদরে বিজয় মিছিল করে এবিভিপি।আগামী দিনে সবাই মিলে কলেজের উন্নয়নে কাজ করার অঙ্গীকার করেন নব নির্বাচিত প্রতিনিধিরা।