অনলাইন ডেস্ক : করিমগঞ্জ জেলার সাড়ে তিনশোর বেশি স্কুলে প্রথম পর্যায়ের গুণোৎসব শুরু সম্পন্ন হয় বৃহস্পতিবার । জেলা সদরের বেশ কয়েকটি স্কুলে এদিন এক্সটার্নাল এভালুয়েশন সম্পন্ন হয় । করিমগঞ্জ শহরের ঐতিহ্যবাহী নগেন্দ্র নাথ তিলকচাঁদ বিদ্যালয়ে গুণোৎসবের পরীক্ষা নিলেন জেলাশাসক মৃদুল কুমার যাদব। একজন শিক্ষক হিসেবে দেখা গেল জেলাশাসককে। সকালে নয়টার আগে উপস্থিত হয়ে স্কুলের মর্নিং এসেম্বলিতে তিনি অংশ নেন। গুণোৎসব সম্পর্কিত স্কুলের যাবতীয় বিষয় যাচাই করে দেখেন। ছাত্রছাত্রীদের পরীক্ষা গ্রহণ করেন। সবার সঙ্গে মধ্যাহ্ন ভোজনে অংশ গ্রহণ করেন ডিসি। এক্সটার্নাল ইভালুয়েটর হিসাবে জেলা শাসক সবকিছু খতিয়ে দেখেন । স্কুল পরিচালন সমিতির সভাপতি আনন্দজ্যোতি পাল সহ অন্যান্য সদস্যদের সঙ্গে কথা বলেন বিদ্যালয়ের বিভিন্ন বিষয় নিয়ে। এনএনটিসি এমভি স্কুলে জেলা শাসককে সহযোগিতার জন্য করিমগঞ্জ কলেজের অধ্যাপক বিশ্বজিৎ ভট্টাচার্য এক্সটার্নাল ইভালুয়েটর হিসাবে হাজির ছিলেন। এদিন সকালে স্কুলে হাজির হওয়ার পর জেলাশাসক মৃদুল যাদব, অধ্যাপক বিশ্বজিৎ ভট্টাচার্য, সিআরসিসি চয়ন বণিককে স্বাগত জানিয়ে বরণ করেন প্রধান শিক্ষক অশোক দত্ত এবং নোডাল টিচার রূপালি চক্রবর্তী। ২০ ও ২১ তারিখ একই ভাবে জেলার বাকি বিদ্যালয়ে গুণোৎসব সম্পন্ন হবে ।