অনলাইন ডেস্ক : প্রচার অভিযান শেষ। প্রথম পর্যায়ের ভোটের মাত্র কয়েক ঘন্টা অপেক্ষা । সারা দেশে প্রথম পর্যায়ে মোট ১০২ টি লোকসভা আসনে ১৬০০ জন প্রার্থী ভাগ্য পরীক্ষায় অবতীর্ণ হয়েছেন । যার মধ্যে ভোট ভাগ্য ইভিএম বন্দি হবে আট জন কেন্দ্রীয় মন্ত্রী, দুজন প্রাক্তন মুখ্যমন্ত্রী এবং একজন প্রাক্তন রাজ্যপালের। স্বচ্ছ ও শান্তিপূর্ণ ভোট পর্বের জন্য কড়া নিরাপত্তার বন্দোবস্ত করেছে নির্বাচন কমিশন ।
অষ্টাদশ লোকসভার জন্য এবার ভোট হচ্ছে ৭টি পর্যায়ে। ১৯ এপ্রিল হচ্ছে প্রথম পর্যায়ের ভোট। এ দিন ভোট হবে মোট ২১ টি রাজ্য ও কেন্দ্রীয় শাসিত অঞ্চলের ১০২ টি সংসদীয় আসনে। সাতটি পর্যায়ের মধ্যে প্রথম পর্যায়েই সবচেয়ে বেশি আসনে ভোট হচ্ছে। পাশাপাশি ১৯ এপ্রিল অরুণাচল প্রদেশ এবং সিকিমের ৯২ টি বিধানসভা কেন্দ্রে ভোট অনুষ্ঠিত হচ্ছে ।
২০১৯ লোকসভা নির্বাচনে ১০২ টি আসনের মধ্যে বিজেপি ৩৯ টি আসন পেয়েছিল এবং এনডিএ শরিকরা বারোটি আসন পেয়েছিল। শুক্রবার প্রথম পর্যায়ের ভোট গ্রহণ শুরু হবে সকাল সাতটায়। তবে ভোট শেষ হওয়ার সময় কিছু কিছু আসনে ভিন্ন ভিন্ন হচ্ছে । সুষ্ঠু নির্বাচনের জন্য নির্বাচন কমিশন ১.৮৭ লক্ষ ভোটকেন্দ্রের জন্য ১৮ লক্ষ ভোট কর্মী নিযুক্ত করেছে । ১৬.৬৩ কোটি ভোটার এদিন তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। মোট ভোটারের মধ্যে ৮.৪ কোটি হচ্ছেন পুরুষ এবং ৮.২৩ কোটি মহিলা । তৃতীয় লিঙ্গের ভোটার হচ্ছেন ১১৩৭১ জন। ৩৫.৬৭ লক্ষ মানুষ প্রথমবার ভোট দেবেন এবং ৩.৫১ কোটি তরুণ ভোটার হচ্ছেন যাদের বয়স ২০ থেকে ২৯ এর মধ্যে। ভোট কর্মী এবং নিরাপত্তাকর্মীদের মোতায়নের জন্য ব্যবহার করা হচ্ছে ৪১টি হেলিকপ্টার, ৮৪ টি ট্রেন এবং এক লক্ষের মত গাড়ি ।
নির্বাচন কমিশন সূত্রে জানানো হয়েছে, সব বুথে মাইক্রো অবজারভার নিয়োগ সহ ৫০ শতাংশ ভোটকেন্দ্রে ওয়েব কাস্টিং হবে। পাশাপাশি ৩৬১ জন পর্যবেক্ষক ইতিমধ্যে তাদের নির্দিষ্ট কেন্দ্রে পৌঁছে কাজ করছেন। তারা ভোটে কড়া নজরদারি রাখবেন। সঙ্গে বিশেষ পর্যবেক্ষকও নিয়োগ করা হয়েছে।
প্রথম পর্যায়ে উল্লেখযোগ্য প্রার্থীদের মধ্যে রয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী নীতিন গাডকারি (নাগপুর), কিরেন রিজিজু (অরুণাচল প্রদেশ ওয়েস্ট), অর্জুন রাম মেঘওয়াল (বিকানের), সর্বানন্দ সোনোয়াল (ডিব্রুগড়), জিতেন্দ্র সিং উধমপুর এবং ভূপেন্দ্র যাদব (আলওয়ার)। ত্রিপুরার দুটি আসনের মধ্যে প্রথম পর্যায়ে লড়াই হচ্ছে ওয়েস্ট ত্রিপুরা আসনে প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব এবং কংগ্রেস সভাপতি আশীষ কুমার সাহার মধ্যে। ৫৪৩ টি লোকসভা আসনের ৭ টি পর্যায়ে ভোট শেষে গণনা হবে চার জুন।