অনলাইন ডেস্ক : অসমের মুসলমানদের উপর আল্লার পক্ষ থেকে বিশেষ পরীক্ষা চলছে। এই পরীক্ষার মুখোমুখি হয়ে ইমান রক্ষা করার আহ্বান জানালেন সর্বভারতীয় জমিয়ত উলামার সদস্য তথা উত্তর প্রদেশের রাজ্য জমিয়তের সাধারণ সম্পাদক মওলানা সৈয়দ হাসান আসজদ মদনি। ভারত-বাংলা সীমান্তবর্তী সুতারকান্দি আনোয়ারুল উলুম মদনি হাফিজিয়া মাদ্রাসার বার্ষিক অধিবেশন ও দস্তারবন্দি অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে হাসান আসজদ মদনি বলেন,কখনও কখনও অযোগ্য ব্যক্তিরা দেশের শাসনভারে থাকবেন। তাদের দ্বারা ইমানদার বান্দাদের ভয় এবং আতঙ্ক দেখিয়ে পরীক্ষা নেবেন স্বয়ং শ্রষ্ঠাই।ভয়, আতঙ্ক,অসুস্থতার পরীক্ষায় মোমেনরা উত্তীর্ণ হলে জান্নাত পাওয়ার নিশ্চয়তা রয়েছে। তিনি আরও বলেন, মুসলমানদের উপর জুলুম ও নির্যাতনের পাহাড় তোলা হয়েছিল।তবে তাবড় তাবড় জালেমরা ধ্বংস হয়েছে। কিন্তু মুসলমানরা আজও আছেন এবং কেয়ামত অবধি অবধি থাকবেন। প্রধান অতিথি তাঁর বক্তব্যে জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত ইমানের সঙ্গে দুনিয়াদারি চালানোর আহব্বান জানান।ইমান ও দ্বীনের জন্য কৌমি মাদ্রসার হেফাজতের জন্য এলাকাবাসীর সহযোগিতা কামনা করেন। দ্বীনের সেবায় নিজের পকেটের অর্থ ব্যয় করে এত বড় একটি হাফিজিয়া মাদ্রাসা প্রতিষ্ঠা করে পরিচালনা করার জন্য পরিচালক হাজি নজরুল ইসলাম চৌধুরীর প্রশংসা করে বিশেষ প্রার্থনা করেন সৈয়দ মদনি। বাঁশকান্দি মাদ্রাসার মহদ্দিস মওলানা আলিম উদ্দিন বলেন,মাদ্রাসায় সন্ত্রাসের শিক্ষা দেওয়া হয় বলে অপবাদের প্রমাণ দিলে সরকার নয়,মুসলিমরাই এসব প্রতিষ্ঠান ভেঙে দিতে প্রস্তুত।তিনি জানান,মাদ্রাসায় মানবতার শিক্ষা দেওয়া হয়। এসব প্রতিষ্ঠানে জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে একে অন্যের সঙ্গে নৈতিকতার শিক্ষা দেওয়া হয়।তিনি জানান,মাদ্রাসার বিরুদ্ধে অপপ্রচার চলছে।এসব প্রতিষ্ঠানকে অযথা সন্দেহের চোখে দেখাটা অত্যন্ত রহস্যের আবর্তে।মাদ্রাসায় আজ অবধি কোনও অস্ত্রশস্ত্র পাওয়ার প্রমাণ নেই। মাদ্রাসায় দেশপ্রেমের শিক্ষা দেওয়া হয়।এই দেশকে অখণ্ড রাখার জন্য আওয়াজ তুলেছিলো জমিয়ত উলামা হিন্দ। এজন্য আমরা শেয়খুল ইসলাম হোসাইন আহমদ মদনির কাছে চিরঋণী বলে উল্লেখ করেন মওলানা আলিম উদ্দিন।তিনি বলেন,সব ধর্মের মানুষকে নিজ নিজ ধর্ম নিয়ে চলাফেরার কথা উল্লেখ রয়েছে দেশের সংবিধানে। ভারতের সংবিধানকে ধর্মনিরপেক্ষ করার পেছনে জমিয়ত উলামার বুজুর্গদের অবদান নিয়েও বিশদ আলোচনা করেন। তিনি জানান,কৌমি মাদ্রাসাগুলোর হেফাজতে জমিয়ত উলামা দৃঢ়প্রতিশ্রুতিবদ্ধ। জমিয়ত উলামা সংগঠনকে মজবুত রাখতে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহব্বান জানান। এদিনের মহফিলে প্রধান অতিথির হাত দিয়ে মাদ্রাসার আটজন হাফিজ সনদপ্রাপ্ত ছাত্রকে দস্তারবন্দি প্রদান করা হয়। সনদপ্রাপ্ত ছাত্ররা হলেন হাফিজ মিনাল আহমদহাফিজ সালমান আহমদ,হাফিজ হোসাইন আহমদ,হাফিজ জমির উদ্দিন,হাফিজ রুহুল আমিন,হাফিজ শাহিদ হোসেন,হাফিজ আব্দুল মালিক তালুকদার এবং হাফিজ আব্দুল হামিদ। মহফিলে অতিথি বরণ শেষে প্রধান অতিথির উদ্দেশ্যে সর্ব ধর্ম সমন্বয় সভার পক্ষ থেকে বিশেষ মানপত্র পড়ে তুলে দে সাধারণ সম্পাদক এইচএম আমির হোসেন। ধন্যবাদসূচক বক্তব্য রাখেন মাদ্রাসার পরিচালক হাজি নজরুল ইসলাম চৌধুরী। মহফিলে প্রাসঙ্গিক বক্তব্য রাখেন মওলানা মুফতি নিজাম উদ্দিন,সুতারকান্দি জামে মসজিদের ইমাম মওলানা সলমান আহমদ,মওলানা আলিম উদ্দিন,মওলানা শহিদ আহমদ, হাফিজ কারি আবিদ হোসেন,মওলানা জাবির হোসেন,স্থানীয় বিধায়ক কমলাক্ষ দে পুরকায়স্থ প্রমুখ।