অনলাইন ডেস্ক : বদরপুর হাসপাতালে ওষুধের অভাবে সমস্যায় পড়তে হচ্ছে রোগীদের। বিভাগীয় আধিকারিকে নালিশ। বদরপুর এস এইচ সি। তে গত চার মাস থেকে গুরুত্বপুর্ণ ওষুদ নেই।ফলে বহির্বিভাগে আসা রোগীরা ওষুদ না পেয়ে খালি হাতে ফিরতে হয়।বিষয়টি গুরুত্বপুর্ণ হওয়া সত্বেও স্বাস্হ্য বিভাগের পক্ষ থেকে এতদিন কোন বিহীত ব্যবস্হা নেওয়া হয় নি।
সোমবার বিষয়টি বুন্দাশিল জিপির তিন নম্বর ওয়ার্ডের গ্রুপ সদস্য আব্দুল কালাম জ্বরের ট্যাবলেট নিতে এসে না পেয়ে হাসপাতালে এর কারণ জানতে চাইলে তাকে ওষুধ শেষ হয়ে গেছে বলে জানানো হয় । এরকম হাসপাতালে প্রায় তালিকায় থাকা ১৭৪টি ওষুধের মধ্যে ৩৭ টি নেই বলে হাসপাতাল সূত্রে জানা গেছে । বেশ কিছুদিন ধরেই বদরপুর হাসপাতালে ওষুধের হাহাকার বলে জানা গেছে । আব্দুল কালাম বদরপুর এস এইচসির ইনচার্জ ডা: সুয়েল আহমদ লস্করের সঙ্গে দেখা করে তাঁর মাধ্যমে কচুয়াধাম ব্লক পি এইচ সির এস ডি এম অ্যাণ্ড এইচ ও র উদ্দেশ্যে এক স্মারক পত্র প্রদান করেন।স্মারক পত্রে তিনি ওষুদের হাহাকারের কারণ জেনে বিহীত ব্যবস্হা নেওয়ার জোরালো দাবি জানান।