অনলাইন ডেস্ক : ওডিশার স্বাস্থ্যমন্ত্রীর ওপর গুলি চলেছে। ঘটনায় তোলপাড় রাজ্য। জানা গিয়েছে এক পুলিশকর্মী এই গুলি চালিয়েছেন। শেষ পাওয়া খবর অনুযায়ী, অবস্থা আশঙ্কাজনক মন্ত্রীর। হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন মন্ত্রী নব কিশোর দাস। জানা গিয়েছে, রবিবার দুপুরে ঝাড়সুগদা জেলার ব্রজরাজনগরের গান্ধী চকের কাছে এক পার্টি অফিস উদ্বোধনের জন্য গিয়েছিলেন তিনি। সেই সময় আচমকা এক পুলিশ কর্মীর বন্দুক থেকে গুলি চলে। জানা গিয়েছে দু‘ রাউন্ড গুলি চলে। গুলি চলার পরেই মাটিতে লুটিয়ে পড়েন মন্ত্রী। সেখান থেকে তৎক্ষণাৎ তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। জানা গিয়েছে, এয়ারলিফটে করে ভুবনেশ্বর নিয়ে যাওয়া হয়েছে মন্ত্রীকে। অভিযুক্ত পুলিশকে আটক করা হয়েছে এবং পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে। তবে কেন আচমকা এই ঘটনা, এক মন্ত্রীকে কেন গুলি চালালেন এই পুলিশ? প্রশ্ন উঠছে তা নিয়ে। ইতিমধ্যে শুরু হয়েছে তদন্ত।