অনলাইন ডেস্ক : এবার হাইকোর্টেও খারিজ হলো ব্যবসায়ীকে মারধরের ঘটনায় অভিযুক্ত বরাক উপত্যকা উন্নয়ন পরিষদের সভাপতি সুরঞ্জিত দাস চৌধুরী ওরফে সুজিতের জামিনের আবেদন। সুজিতের আবেদন খারিজ হলেও তার তিন সঙ্গী জয়ন্ত চক্রবর্তী, রাহুল পাল এবং শিবু দাসের জামিন মঞ্জুর করা হয়েছে।
শিলচর তপবননগর সংলগ্ন রামগড় এলাকায় ব্যবসায়ী সুকান্ত কর ওরফে বাপিকে মারধরের ঘটনায় অভিযুক্ত সুজিত ও তার তিন সঙ্গী জয়ন্ত চক্রবর্তী, রাহুল পাল ও শিবু দাসরা গ্রেফতারি এড়াতে প্রায় এক মাস ধরে পালিয়ে বেড়াচ্ছিলেন। এর আগে গত ১০ জুন কাছাড়ের কাছাড়ের জেলা ও দায়রা জজের আদালতে তাদের জামিনের আবেদন খারিজ হয় । জেলা ও দায়রা জজের আদালতে জামিনের আবেদন খারিজ হওয়ার পর তারা আবেদন জানান হাইকোর্টে। আবেদন বিচার বিবেচনা করে গৌহাটি হাইকোর্টের বিচারপতি সুস্মিতা খাউন্ডের আদালত শুক্রবার জয়ন্ত, রাহুল এবং শিবুর জামিন মঞ্জুর করলেও সুজিতের আবেদন খারিজ করে দেয়।
প্রসঙ্গত সুকান্ত করকে মারধরের ঘটনায় অভিযুক্ত সুজিতের অন্য তিন সঙ্গী পীযূষ পাল, নিতাই দাস এবং সুশান্ত রায়কে পুলিশ ঘটনার কয়েকদিন পরই গ্রেফতার করে। কিছুদিন জেল হাজতে কাটিয়ে গত ১০ জূন তারা জামিনে মুক্তি পান ।