শিলকুড়ি, ১২ ডিসেম্বর : এনআইটি শিলচর ও আসাম বিশ্ববিদ্যালয়ের মধ্যে বিভিন্ন বিষয় নিয়ে একটি চুক্তি সাক্ষরিত হয়েছে। সোমবার এনআইটি শিলচরের কনফারেন্স হলে দুটি প্রতিষ্ঠানের মধ্যে এই চুক্তি স্বাক্ষরিত হয়। এনআইটি শিলচরের ডিরেক্টর অধ্যাপক রজত গুপ্ত এবং আসাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক রাজীব মোহন পন্ত এই চুক্তিতে স্বাক্ষর করেন। এই চুক্তির মাধ্যমে দুটি প্রতিষ্ঠান পারস্পরিক সহায়তায় ঘনিষ্ঠ অংশদারিত্ব ও সাংস্কৃতিক বিনিময়ের ক্ষেত্রে উন্নীত করবে। বিশেষ করে শিক্ষা ও গবেষণার ক্ষেত্রে এই চুক্তি কার্যকর হবে। বিভিন্ন আন্তঃ-শৃঙ্খলা ইন্টার্নশিপ প্রোগ্রামের জন্য তরুণ এবং উচ্চাকাঙ্ক্ষী উদ্যোক্তাদের প্রযুক্তিগত সুবিধা এবং নির্দেশিকার ক্ষেত্রে এই চুক্তি উৎসাহিত করবে। চুক্তিতে উভয় শিক্ষা প্রতিষ্ঠানের রেজিস্ট্রার স্বাক্ষর করেন। অনুষ্ঠানে উভয় প্রতিষ্ঠানের আধিকারিক, ডিন ও বিভাগীয় প্রধানরা উপস্থিত ছিলেন।