অনলাইন ডেস্ক : শুক্রবার রাতের ঘটনাক্রমের পর বর্তমানে শিলচর এন আই টির পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকলেও বিরাজ করছে চাপা উত্তেজনা । এই পরিস্থিতিতে ক্যাম্পাসে এখনও মোতায়েন করে রাখা হয়েছে নিরাপত্তারক্ষীদের। এসবের মাঝেই শনিবার সন্ধ্যার পর পড়ুয়ারা ক্যাম্পাসের ভেতর এক মোমবাতি মিছিল বের করে। পড়ুয়ারা মিছিল করে ক্যাম্পাসের স্পোর্টস কমপ্লেক্সে গিয়ে সমবেতভাবে শ্রদ্ধা জ্ঞাপন করে তাদের “আত্মঘাতী” সহপাঠী কুজ বোকারের প্রতি।
শনিবার এনআইটিতে কোনও ক্লাস হয় না । তাই এদিন দিনের ভাগে পড়ুয়ার হোস্টেল থেকে খুব একটা বের হয়নি। তবে সন্ধ্যার পর দেখা যায় কালো কাপড় পরিধান করে হাতে মোমবাতি নিয়ে তাদের বেরিয়ে আসতে। এরপর মিছিল করে ক্যাম্পাসের স্পোর্টস কমপ্লেক্সে গিয়ে মোমবাতি জ্বালিয়ে কিছুক্ষণ নীরবতা পালন করে তারা ফের ফিরে যায় হোস্টেলে। এসবের পাশাপাশি এদিন দিনের ভাগে
মেডিক্যাল কলেজ হাসপাতালে কুজ বোকারের মৃতদেহের ময়নাতদন্তের পর সমঝে দেওয়া হয় অরুণাচল প্রদেশ থেকে আসা তার বাবা কুজ পুলোর হাতে। কুঁজ বোকারের বাড়ি অরুণাচল প্রদেশের লোয়ার সুবনশিরি এলাকার ডোড্ডাজিরো গ্রামে। ময়নাতদন্তের পর বাবা কুজ পুলো সহ অন্যান্যরা মৃতদেহ নিয়ে রওয়ানা হয়ে যান বাড়ির উদ্দেশ্যে। তবে রওয়ানা হওয়ার আগে একবার মৃতদেহ নিয়ে যাওয়া হয় এনআইটিতে। তখন ডিরেক্টর সহ প্রতিষ্ঠানের অন্যান্য কর্মকর্তারা মৃতদেহে শ্রদ্ধার্ঘ্য অর্পণের পাশাপাশি সমবেদনা জানান বোকারের বাবাকে।এদিকে ডিন ( একাডেমিক) বিনয় কৃষ্ণ রায়, যাকে ঘিরে পড়ুয়াদের যাবতীয় অভিযোগ, শুক্রবার রাতে তার আবাসনে হামলার পর বর্তমানে তিনি পরিবার সহ শহরে অন্যত্র রয়েছেন বলে জানা গেছে। পড়ুয়াদের তরফে এদিনও অভিযোগ শুনা গেছে, কুজ বোকারের আত্মঘাতী হওয়ার জন্য দায়ী ডিন বিনয়কৃষ্ণ রায় ই। শুধু কুঁজ বোকারই নয়, আরো অনেক পড়ুয়াকে তার দুর্ব্যবহারের মুখে পড়তে হয়েছে বলে তাদের অভিযোগ। আর প্রকারান্তরে বোকারকে হত্যা করেছেন ডিন।
এদিকে ঘটনা নিয়ে এনআইটি কর্তৃপক্ষ এদিন দফায় দফায় বৈঠকে বসে কিভাবে প্রতিষ্ঠানে স্বাভাবিক পরিস্থিতি ফিরিয়ে আনা যায় এ নিয়ে আলোচনা করেছেন বলে জানা গেছে।
এসবের পাশাপাশি শুক্রবার রাতের ঘটনা নিয়ে এনআইটি কর্তৃপক্ষ থানায় এক এজাহার দায়ের করেছেন বলে জানা গেছে। এছাড়া পুলিশের পক্ষ থেকেও পৃথকভাবে নথিভুক্ত করা হয়েছে এক মামলা। আর মকসুদুল চৌধুরী নামে সংবাদ সংগ্রহে যাওয়া যে সংবাদ কর্মীর গাড়ি ভাঙচুর করা হয়েছে তিনিও এজাহার দায়ের করেছেন।