অনলাইন ডেস্ক : দুই বন্দি হিফজুর রহমান ও দীপ নুনিয়ার পলায়নের পর বুধবার শিলচর সেন্ট্রাল জেল পরিদর্শন করলেন কারা বিভাগের ইন্সপেক্টর জেনারেল (আই জি ) পূবালী গোহাই।
জানা গেছে,গুয়াহাটি থেকে এসে আই জি গোহাই এদিন সেন্ট্রাল জেলে গিয়ে সুপারিনটেনডেন্ট জগদীশ ডেকা, ভারপ্রাপ্ত জেলার সুজিত দাস সহ জেলের অন্যান্য আধিকারিকদের সঙ্গে কথাবার্তা বলে পলায়ন কান্ড সম্পর্কে খোঁজ খবর নেন। তিনি ১০ নম্বর ওয়ার্ডে গিয়ে দেওয়ালের যে অংশ ভেঙ্গে হিফজুররা পালিয়েছে বলে বলা হচ্ছে সেই অংশ সহ পুরো ওয়ার্ড ঘুরে দেখেন। এছাড়া জেলের সিসিটিভি সহ অন্যান্য নিরাপত্তা ব্যবস্থার হালও খতিয়ে দেখেন।
খবর অনুযায়ী এদিন জেল কর্তৃপক্ষের তরফে জেলে ওয়ার্ডেন সহ অন্যান্য কর্মী প্রয়োজনের তুলনায় কম থাকার কথা তুলে ধরা হয় আইজির কাছে। আগামীকাল বৃহস্পতিবার আইজি-র করিমগঞ্জ এবং হাইলাকান্দি জেল পরিদর্শনে যাওয়ার কথা রয়েছে ।
এদিন শিলচর সেন্ট্রাল জেল পরিদর্শনের পর আইজিকে পলায়ন কান্ড নিয়ে জিজ্ঞেস করলে তিনি কিছু বলতে অস্বীকার করেন। বলেন ঘটনা নিয়ে তদন্ত চলছে, তাই এই মুহূর্তে তার পক্ষে কিছু বলা সম্ভব নয়।
এদিকে গত ১১ মে হিফজুর ও দীপের পালিয়ে যাওয়ার কথা প্রকাশ্যে আসার পর থেকে পুলিশ তদন্ত চালিয়ে গেলেও এ পর্যন্ত দু’জনের কোনও সন্ধান মেলেনি। তদন্ত চলছে, পুলিশ এই মুহূর্তে ঘটনা নিয়ে এর চেয়ে বেশি কিছু বলতে রাজি নয়।