অনলাইন ডেস্ক : শিলচর ফুটবল একাডেমীর বেবি লিগের তৃতীয় সংস্করণ অনুষ্ঠিত হচ্ছে ৪-৫ ফেব্রুয়ারী। আসরের চমক বাড়াতে এই বছর শিলং থেকে আই লিগে খেলা রাংদাজিয়েড এফ সির দুটি দলকে নিয়ে আসছে আয়োজকরা।
শিলচর ফুটবলের আঁতুরঘর হিসেবে পরিচিত একাডেমি গত দু বছর ধরে এই বেবি লিগ আয়োজন করে আসছে। এবার রাংদাজিয়েড এফ সির দুটি অনুর্ধ ১৩ দল আসর মাতাবে। এছাড়াও গুয়াহাটির কাজিরাঙা ফুটবল একাডেমি খেলবে আসরে। গুয়াহাটির দলটা গতবছরও এই প্রতিযোগিতায় খেলেছিল। এছাড়াও দুদিনের এই প্রতিযোগিতায় খেলবে কৃষ্ণপুর ভিক্টোরি ক্লাব, লেনরুই এফ সি এবং আয়োজক শিলচর ফুটবল একাডেমি। গ্রুপ এ তে রাংদাজিয়েড এফ সির একটি দলের পাশাপাশি রয়েছে কৃষ্ণপুর ভিক্টোরি ক্লাব, লেনরুই এফ সি। অপর গ্রূপে আয়োজক শিলচর ফুটবল একাডেমির পাশাপাশি থাকবে কাজীরাঙা ফুটবল একাডেমি এবং রাংদাজিয়েড এফ সি। প্রত্যেক গ্রুপের সেরা দুটি দল সেমিফাইনাল খেলবে। আসরের উদ্ধোধনী ম্যাচ অনুষ্ঠিত হবে ৪ ফেব্রুয়ারী। ওইদিনই আসরের উদ্ধোধনী অনুষ্ঠান আয়োজিত হবে। ফাইনাল ৫ ফেব্রুয়ারী। প্রত্যেক ম্যাচই হবে একাডেমির আস্ট্রো টার্ফে এবং ফ্লাডলাইটে। আসরের বিজয়ী দল ট্রফি সহ পাবে নগদ দশ হাজার টাকা। আর রানার্সরা পাবে পাঁচ হাজার। আসরে ম্যাচ কমিশনারের দায়িত্ব পালন করবেন প্রাক্তন রেফারি প্রবীর দাস।
একাডেমির সিইও সুবিমল ধর বলেন,’ আসরের চমক বাড়াতে আমরা এবার মিজোরাম, মনিপুর এবং নাগাল্যান্ডের দল আনার ইচ্ছে ছিল। কিন্তু সেই রাজ্যগুলিতে পরীক্ষা থাকায় দল আসতে পারছে না। ম্যাচের আগে প্রত্যেক খেলোয়াড়কে নিজেদের জন্ম পরিচয়পত্র এবং আধার কার্ড দেখাতে হবে। প্রত্যেক খেলোয়াড়কে অংশগ্রহণের শংসাপত্র দেওয়া হবে। ‘ একাডেমীর সভাপতি শিবব্রত দত্ত বলেন,’ বাইরের খেলোয়াড়রা না আসলে আমাদের এখানকার খেলোয়াড়দের অভিজ্ঞতা বাড়বে না। তাই এইরকম আসরের আয়োজন করেছি। আশা করি ভবিষ্যতে কলকাতা সহ উত্তর পূর্ব ভিত্তিক আসরের আয়োজনে আমরা সফল হব।’ আসরের মূল স্পনসর প্রণয় বণিক। তাঁর বাবা প্রফুল্ল চন্দ্র বণিকের স্মৃতিতে এই আসর আয়োজিত হচ্ছে। সাংবাদিক সম্মেলনে অন্যান্যদের পাশাপাশি উপস্থিত ছিলেন একাডেমির শ্যামল দাস, সুধাংশু কুমার দাস, অভিজিৎ আচার্য প্রমুখ।