অনলাইন ডেস্ক : করিমগঞ্জ জেলার পাথারকান্দি বিধানসভার দক্ষিণ প্রান্তের বাজারিছড়ার খ্রিষ্টান মিশনারি মাকুন্দা লেপ্রসী কাম জেনারেল হাসপাতালে মঙ্গলবার সকালে একসঙ্গে চার চারটি সন্তানের জন্ম দিলেন এক মহিলা। নবজাতকদের মধ্যে রয়েছে তিনটে ছেলে ও একটি কন্যা সন্তান। সদ্যজাত শিশুরা বর্তমানে হাস্পাতালে বেবি কেয়ার ইউনিটে সুস্থ রয়েছে।এদিকে জানা,গেছে সদ্যজাত চার সন্তানের জননী( মা) ও বাবার বাড়ি দক্ষিন করিমগঞ্জের নিলামবাজার থানাধিন দলগ্রামস্থিত খাসিয়া পুঞ্জিতে। জন্মধাত্রী মায়ের নাম জনিতা খাসিয়া ও পিতার নাম লাস্টিং খাসিয়া। তাদের আরেকটি কন্যা সন্তান রয়েছে। জানা গেছে সোমবার রাত তিনটায় উক্ত সন্তান সম্ভবা মহিলাকে মাকুন্দা হাস্পাতালে ভর্তি করা হয়। হাসপাতাল ইনচার্জ ডা: চন্দন জানান এর আগে মাকুন্দায় হাস্পাতালে এক সঙ্গে তিনটি সন্তানের জন্মের হওয়ার রেকর্ড ছিল। কিন্তু এবার চারটে সন্তানের জন্ম হয়ে নতুন রেকর্ড গড়ল মাকুন্দা। নবজাতক শিশুদের ছবি বর্তমানে ব্যাপক হারে ভাইরাল হয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়।