অনলাইন ডেস্ক : ২০২১ সালের মুখ্যমন্ত্রী হওয়ার পর ড্রাগস পাচারের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছিলেন হিমন্ত। রবিবার তিনি জানিয়েছেন, ২০২৩ রাজ্যের বিভিন্ন এলাকায় ৪৭০০ জন পাচারকারীকে গ্রেফতার করেছে পুলিশ এবং উদ্ধার হয়েছে ৭১৮ কোটি টাকার ড্রাগস। ড্রাগসের বিরুদ্ধে অভিযানে অসম পুলিশের কাছে সবথেকে সফল বছর হচ্ছে ২০২৩ সাল।
মুখ্যমন্ত্রী এব্যাপারে সামাজিক মাধ্যমে লেখেন, ‘প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে কেন্দ্র সরকার সারাদেশে ড্রাগসের বিরুদ্ধে অভিযান চালাচ্ছে এবং এর স্লোগান হচ্ছে ড্রাগস মুক্ত ভারত। আমরাও এই ধারায় অংশ নিয়েছি এবং রাজ্যের পুলিশ ও অন্যান্য সুরক্ষা বাহিনী ২৪ ঘন্টা নজরদারিত রাখছে। আমরা শুধুমাত্র ২০২৩ সালে ৭১৮ কোটি টাকার ড্রাগস পাচার হওয়ার আগে উদ্ধার করেছি। এসব অভিযানে ৪৭০০ জন পাচারকারী গ্রেফতার হয়েছে। ড্রাগসের বিরুদ্ধে অভিযানের ক্ষেত্রে ২০২৩ আমাদের কাছে সবথেকে সফল বছর ছিল। আমরা আশাবাদী এই ধারা আগামীতে অব্যাহত থাকবে এবং ২০২৬ পর্যন্ত পুরোপুরি ভাবে ড্রাগস মুক্ত হবে অসম।’
মন্ত্রী পীযুষ হাজারিকা জানিয়েছেন, ২০২৩ সালে রাজ্যে ১৬৪ কোটি ড্রাগ, সাড়ে তিন কোটি মেথ ট্যাবলেট, ১৬২ কেজি ওপিয়াম, ২৯ হাজার ১১৪ কেজি গাঞ্জা, ৫ লক্ষ ৮৫ হাজার বোতল কফ সিরাপ সহ আরো বহু মাদক উদ্ধার করেছে অসমের পুলিশ। পুলিশের তরফে জানানো হয়েছে, যারা এসব অভিযানে আটক হয়েছে এদের মধ্যে বেশিরভাগ স্থানীয় লোক। তবে এসব অভিযানে গ্রেফতার হয়েছেন মনিপুর, মিজোরাম, ত্রিপুরা, নাগাল্যান্ড, পশ্চিমবঙ্গ, বিহার, উত্তর প্রদেশ, পাঞ্জাব সহ বিভিন্ন রাজ্যের লোকেরা। এর মধ্যে সবথেকে বেশি রয়েছে মনিপুরের বাসিন্দা, এই তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে মিজোরাম।