অনলাইন ডেস্ক : উরি ও পুলওয়ামা জঙ্গি হামলার পিছনে হাত ছিল ভারত সরকারের! এবার এমনই বিস্ফোরক অভিযোগ করলেন ন্যাশনাল কনফারেন্সের বর্ষীয়ান নেতা শেখ মুস্তাফা কামাল। তাঁর অভিযোগ, এই হামলায় মৃতদের দেহ বা ছবি কোনওটাই প্রকাশ্যে আসেনি। উপরন্তু যারা শহিদ হয়েছিলেন তাঁরা অধিকাংশ তফসিলি সম্প্রদায়ভুক্ত। স্বাভাবিকভাবেই তাঁর এই মন্তব্য ঘিরে তোলপাড় শুরু হয়েছে। যদিও এ নিয়ে কেন্দ্রের তরফে কোনও প্রতিক্রিয়া মেলেনি। ফারুক আবদুল্লার দলেন নেতা শেখ মুস্তাফা কামাল বিস্ফোরক অভিযোগ করেন। তাঁর দাবি, হামলার ষড়যন্ত্র ছিল ভারত সরকারের, এটা প্রায় স্পষ্ট হয়ে গিয়েছে। আমরা কোনও মৃতদেহের ছবি দেখিনি। যতক্ষণ না এটা স্পষ্ট হচ্ছে যে কে বা কারা হত্যাকারী ততক্ষণ অভিযোগের সমস্ত আঙুল সরকারের গোয়েন্দা এজেন্সিগুলির দিকেই উঠবে।”
ন্যাশনাল কনফারেন্সের নেতা আরও বলেন, “আমরা মৃতদেহের ছবি দেখিনি, তবে এটা স্পষ্ট যে ৩০-৪০ জন জওয়ান তফসিলি সম্প্রদায়ভুক্ত।” স্বাভাবিকভাবেই পুলওয়ামা ও উরির মতো দুটি নৃশংস জেহাদি হামলায় দেশের বিরুদ্ধেই অভিযোগের আঙুল তোলায় তুমুল চাঞ্চল্য ছড়িয়েছে।