অনলাইন ডেস্ক : ভিআইপি সড়কে দূর্ঘটনায় এক কিশোরের মৃত্যু ও আরেক কিশোর সহ দুইজন আহত হওয়ার ঘটনায় উত্তেজনা দেখা দিল উধারবন্দে । ঘটনাটি সংঘটিত হয়েছে উধারবন্দ থানার অন্তর্গত পানগ্ৰাম তৃতীয় খণ্ড এলাকায় । হত কিশোর পানগ্ৰাম প্রথম খণ্ডের বাসিন্দা জাকির উদ্দিন লস্করের ছেলে রাসেল উদ্দিন লস্কর (১৪) । আহত আরেক কিশোর কালা উদ্দিনের ছেলে আব্দুল হোসেন (১৬) এবং পানগ্ৰাম তৃতীয় খণ্ডের বাসিন্দা নামর আলীর ছেলে জয়নাল লস্কর (৪০) । প্রত্যক্ষদর্শীরা জানান, শুক্রবার বিকাল পাঁচটা নাগাদ পানগ্ৰাম তৃতীয় খণ্ড এলাকায় সাইকেলে চেপে যাচ্ছিল রাসেল ও আব্দুল । ডুমুরঘাট মাদ্রাসার সামনে যাওয়ার পর শিলচর দিক থেকে আসা একটি দ্রুতগামীর মারুতি গাড়ি পিছন দিক থেকে তাদের সাইকেলে ধাক্কা মারে এতে মারুতি গাড়ীর চাকায় পিষ্ঠ হয়ে ঘটনাস্থলে প্রাণ হারায় রাসেল এবং গুরুতর আহত হয় আব্দুল । ঘটনার পর মারুতি গাড়ির চালক গাড়ী নিয়ে পালিয়ে যেতে চাইলে গাড়িটি আটকাতে গিয়ে আহত হন জয়নাল লস্কর । খবর পেয়ে ঘটনাস্থলে দলবল নিয়ে ছুটে যান উধারবন্দ থানার ওসি গৌতম চন্দ্র কুমার, এস আই প্রমেশ সিনহা, এএস আই রঞ্জিত দাস ।ঘটনার সঙ্গে সঙ্গে রাসেল- আব্দুল ও জয়নালকে উদ্ধার করে উধারবন্দ প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে পাঠিয়ে দেওয়া হয় । এদিকে, ঘটনার সঙ্গে সঙ্গে ভিড় জমে যায় । কয়েকশো জনতার ভিড়ে এক উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয় । অতিসত্বর ঘাতক মারুতি গাড়িটি আটক করার দাবি জানান তারা । প্রশাসনের কর্তারা বার বার পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করলেও ক্ষোভ কমেনি স্থানীয় জনতার । এমনকি একাধিক বার ক্ষুব্ধ জনতা ভিআইপি সড়ক অবরোধ গড়ে তুলতে উদ্যোত হন । কিন্তু প্রশাসন কর্তাদের তৎপরতায় জল বেশীদুর গড়ায়নি । পরে স্থানীয়রা ক্ষোভ প্রকাশ করে বলেন, পানগ্ৰাম তৃতীয় খণ্ডের এই এলাকায় প্রায়্ই দূর্ঘটনা ঘটে থাকে । জনবহুল এই এলাকায় মসজিদ, মাদ্রাসার পাশাপাশি একটি স্কুল ও । দূর্ঘটনা রোধে এই এলাকায় ভিআইপি সড়কের উপর স্পীডব্রেকার বসানোর পাশাপাশি ২৪ ঘন্টার মধ্যে ঘাতক মারুতি গাড়িটি আটক করার দাবি জানান তারা । নির্ধারিত সময়সীমার মধ্যে ঘাতক গাড়িটি আটক করা না হলে আগামীকাল ভিআইপি সড়কে অবরোধ গড়ে তুলবেন বলে হুঁশিয়ারি দেন তারা ।