অনলাইন ডেস্ক : গৃহবধূর রহস্যজনক মৃত্যু ঘিরে চাঞ্চল্য দেখা দিল উধারবন্দে । উত্তরপাড়া এলাকায় সংঘটিত ঘটনায় হত গৃহবধূ রঙ্গিয়ার বাসিন্দার পল্লব দাসের স্ত্রী করিশ্মা তালুকদার । মাস চারেক আগে রঙ্গিয়ার বাসিন্দা দেবেন দাসের ছেলে পল্লব দাসের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন বরপেটা জেলার বাকসা জেলার আনন্দবাজার এলাকার বাসিন্দা করিশ্মা তালুকদার । বিয়ের মাসখানেক পর কর্মসূত্রে স্ত্রীকে নিয়ে উধারবন্দে আসেন পল্লব । সোমবার রাতে পল্লব করিশ্মার বাড়ীতে ফোন করে জানায় করিশ্মা নাকি বিষপান করে আত্মহত্যা করেছে। ঘটনার খবর পেয়ে রাতেই পরিবারের লোকেরা উধারবন্দের উদ্দেশ্যে রওয়ানা দেন । সকালে ঘুংঘুর থানায় পৌছার পর তারা জানতে পারেন বিষপানে নয় গলায় ফাঁস লাগানোর জন্য করিশ্মার মৃত্যু হয়েছে । করিশ্মার মৃত্যু নিয়ে স্বামী পল্লব দাস ও ঘুংঘুর পুলিশের ভাষ্য শুনে সন্দেহ হয় তাদের । পরে পিতা দেবেন দাস ও পল্লব দাসকে অভিযুক্ত করে উধারবন্দ থানায় এক মামলা দায়ের করেন । এদিকে এজাহার ভিত্তিতে তদন্তে নেমে দুই অভিযুক্তকে পাকড়াও করতে সক্ষম হয় উধারবন্দ পুলিশ ।