অনলাইন ডেস্ক : বাজেটে স্বল্প সঞ্চয় নিয়ে একাধিক ঘোষণা করলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ । একদিকে যেমন মহিলাদের এককালীন সঞ্চয় নিয়ে নয়া ঘোষণা করেছেন তিনি, তেমনই প্রবীণ নাগরিকদের সঞ্চয় নিয়ে বড় সিদ্ধান্তের কথা জানিয়েছেন। সবমিলিয়ে এবার মধ্যবিত্ত ও প্রান্তিক এলাকার মানুষদের সঞ্চয় নিয়ে বুধবার বড়সড় ঘোষণা করলেন অর্থমন্ত্রী।
প্রবীণ নাগরিক সেভিংস স্কিম: এই প্রকল্পে কিছু রদবদল ঘটিয়েছে কেন্দ্র। প্রবীণ নাগরিকদের এই সঞ্চয় প্রকল্পে সর্বোচ্চ আমানতের পরিমাণ ১৫ লক্ষের থেকে বাড়িয়ে ৩০ লক্ষ করা হল।
মান্থলি ইনকাম অ্যাকাউন্ট স্কিম: এই সেভিংসে স্কিমে এতদিন একক অ্যাকাউন্ট মালিকরা সর্বাধিক সাড়ে ৪ লক্ষ টাকা রাখতে পারবেন। এবার সেই সীমা বাড়িয়ে করা হল ৯ লক্ষ টাকা। আর জয়েন্ট অ্যাকাউন্টের ক্ষেত্রে সর্বোচ্চ আমানতের পরিমাণ ৯ লক্ষ থেকে বাড়িয়ে ১৫ লক্ষ করা হল।