অনলাইন ডেস্ক : গরমের তীব্রতা তো ৩৮-৩৯ সেন্টিগ্রেডে উঠানামা করছেই। লোকেমুখে তাপমাত্রা রেকর্ড -র ঘ্রাণ সঞ্চার করলেও শহরতলি উধারবন্দে ক্রীড়া সংস্থাকে নিয়ে শীতলযুদ্ধ অব্যাহত। উধারবন্দ ক্রীড়া সংস্থার (ইউএসএ ) সঞ্জু রায়দের কমিটিকে চ্যালেঞ্জ জানিয়ে এবার শিলচর ক্রীড়া সংস্থাকে চিঠি দিল তাদেরই ‘ আরেক ‘ সংস্থা।
ইউএসএ -র কমিটি নিয়ে ঝগড়াটা বেশ আগের হলেও দু ‘ বছর আগে ঝামেলাটা চরমে গিয়ে পৌঁছে। সঞ্জু রায়দের কমিটিকে নিষ্প্রভ আখ্যা দিয়ে উধারবন্দ বিধানসভা এলাকার বিভিন্ন অঞ্চলের ক্রীড়াঅনুরাগীদের নিয়ে একটা নতুন কমিটি গড়া হয়েছিল। উভয় কমিটি নিজেদের আসল দাবি করলে শেষঅবধি আসল নকলের বলটা গিয়ে পড়ে শিলচর ডিএসএ -র কোর্টে। এরপর বিতর্কের জল গত দুবছরে মধুরা থেকে বরাক পর্যন্ত গড়ায় । পরবর্তীতে সঞ্জু রায়দের সর্বশেষ জিবিতে অনুমোদন দিয়ে ঝামেলাটা রফাদফা করার চেষ্টা করেছিলেন বিজেন্দ্র – বাবুল হোড়রা। কিন্তু লাভের ভগ্নাংশ জিরোই ধরা দিল। সপ্তাহ পেরোতে না পেরোতেই বিতর্কের জল নতুন চরের দিকে এগোলো। অনুমোদিত কমিটির বৈধতা এবং সমর্থন নিয়ে এবার চিঠির মাধ্যমে শিলচর ডিএসএ -র কাছে ন্যায়ের আবেদন জানালো আরেক কমিটি। সেই কমিটির সভাপতি এবং সম্পাদকের সই থাকা স্মারকপত্রে উল্লেখ করা হয়েছে যে ২০২১ সালের ১৮ জুলাই উধারবন্দ অঞ্চলের ক্রীড়ামোদি জনগন এবং ক্লাবকে নিয়ে এক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছিল। এবং সেই সভায় একটি কমিটিও গঠন করা হয়েছিল। পরে আগের কমিটিও নিজেদের আসল দাবি জানালে ডিএসএ পরিস্থিতি নিয়ন্ত্রণে তিন সদস্যের একটি কমিটি গঠন করেছিল। তবে এই কমিটি সুজিত কুমার দেব এবং মৃনাল ভট্টাচাৰ্য নেতৃত্বাধীন ইউ এস এ -র কমিটির সঙ্গে কখনও আলোচনা করেনি বলে স্মারকপত্রে দাবি করা হয়েছে। ফলে ডিএসএ -র জিবি কিভাবে সঞ্জু রায়দের অনুমোদন দিল সেই বিষয় নিয়ে প্রশ্ন রয়েছে সুজিতবাবুদের। তাছাড়া সঞ্জু রায়দের ইউএসএ গত দু বছরে কি কি কাজ করেছে, সেগুলোরও খতিয়ান তুলে ধরার দাবি জানিয়েছে তারা।
যেহেতু বলটা এখন ডিএসএ -র কোর্টে, তাই অপেক্ষা ছাড়া কোনো উপায় নেই।