অনলাইন ডেস্ক : অব তেরা ক্যা হোগা সঞ্জু!! ডিএসএর ইন্ডোর সচিব তথা উধারবন্দের ক্রীড়া সংগঠক সঞ্জু রায় ফের সংবাদ শিরোনামে। সঙ্গে বিতর্কের রশিতে ঝোলালেন সমস্যায় জর্জরিত শিলচর জেলা ক্রীড়া সংস্থাকেও। যেহেতু উধারবন্দ ক্রীড়া সংস্থার ‘ মালিকানা ‘ নিয়ে মামলা চলছে, এই পরিস্থিতিতে আসন্ন বিজিএমে কিভাবে সঞ্জুকে প্রবেশের অনুমতি দেওয়া হল, সেই বিষয়টা নিয়ে শিলচর ডিএসএকে জবাবদিহি করেছে আদালত। বাবুল হোড় – বিজেন্দ্রপ্রসাদ সিংদের ‘ শোকজ ‘ নোটিশও পাঠানো হয়েছে।
উধারবন্দ ক্রীড়া সংস্থার দুই শিবিরের কাজিয়া বর্তমানে গড়িয়েছে আদালতে। এরই মধ্যে এক শিবিরকে স্বীকৃতি দিয়েছে শিলচর ডিএসএ। সেইসঙ্গে স্বীকৃতিপ্রাপ্ত শিবির বিজিএমের জন্য পাঠায় সঞ্জু রায়ের নাম। আদালতে এই বিষয়টা নিয়ে জোর সওয়াল করে ইউএসএর আরেক শিবির। শুক্রবার ছিল শুনানি। আর এই বিষয় নিয়ে ডিএসএ কে শোকজ করে আদালত। আদালতের স্পষ্ট কথা, মামলার নিস্পত্তি না হওয়া অবধি কিভাবে সঞ্জু রায়কে অনুমোদন করল ডিএসএ।