অনলাইন ডেস্ক : গান্ধী পরিবারের পুরনো গড় রায়বরেলী বা আমেথি থেকে আগামী লোকসভা নির্বাচনে প্রিয়ঙ্কা গান্ধী বঢরাকে প্রার্থী হিসেবে দেখতে চাইছে কংগ্রেসের বড় অংশ। এখনও কিছুই চূড়ান্ত হয়নি। তবে সূত্রের খবর, কংগ্রেসের শীর্ষ স্তরে এ বিষয়ে আলোচনা শুরু হয়েছে। গত লোকসভা নির্বাচনে রাহুল গান্ধী নিজেই গান্ধী পরিবারের পুরনো গড় আমেথি থেকে হেরে গিয়েছিলেন। কেরলের ওয়েনাড থেকে লোকসভায় জিতে এসেছিলেন। আগামী লোকসভা নির্বাচনে রাহুল গান্ধী ফের আমেথি থেকে প্রার্থী হবেন কি না, তা এখনও নিশ্চিত নয়। সে ক্ষেত্রে প্রিয়ঙ্কাকে আমেথি থেকে প্রার্থী করা উচিত বলে কংগ্রেসের একাংশের মত। অনেকে আবার মনে করছেন, প্রিয়ঙ্কা সত্যিই ভোটে লড়ার সিদ্ধান্ত নিলে তিনি সোনিয়া গান্ধীর লোকসভা কেন্দ্র রায়বরেলী বেছে নিতে পারেন। কারণ, অসুস্থ শরীরে সোনিয়ার ২০২৪-এর লোকসভা নির্বাচনে প্রার্থী হওয়ার সম্ভাবনা খুবই কম। কংগ্রেস সূত্রের খবর, প্রিয়ঙ্কা রায়বরেলীর বদলে কংগ্রেস সূত্রের খবর, প্রিয়ঙ্কা রায়বরেলীর বদলে আমেথি থেকে প্রার্থী হলে, প্রয়াত কংগ্রেস নেত্রী শীলা কউলের পরিবারের কেউ রায়বরেলী থেকে প্রার্থী হতে পারেন। শীলা ছিলেন ইন্দিরা গান্ধীর মামিমা। রায়বরেলী থেকে দু’বার সাংসদও হয়েছিলেন। লখনউয়ে গেলে প্রিয়ঙ্কা ওই পরিবারের বাড়িতেই থাকেন। শীলার পুত্র, আইটিবিপি-র প্রাক্তন ডিজি গৌতম কউল বা নাতি আশিসকে রায়বরেলীর প্রার্থী হিসেবে ভাবা হতে পারে।