অনলাইন ডেস্ক : পূর্বধলাইর জনবহুল আমড়াঘাট বাজার থেকে ঢিলছূড়া দূরত্বে গঙ্গানগর কৃষ্ণপুর তেমাথায় অত্যাধুনিক আগ্নেয়াস্ত্র সহ তিন উপজাতি যুবককে পাকড়াও করল পুলিশ। গত বৃহস্পতিবার রাতে চেকারচামে অজ্ঞাত পরিচয় দুষ্কৃতীরা গুলি চালানোর পর এভাবে আগ্নেয়াস্ত্র সহ তিন উপজাতি যুবকের ধরা পড়াকে ঘিরে এলাকায় সৃষ্টি হয়েছে তীব্র আতঙ্কের।
জানা গেছে মঙ্গলবার বিকেলে পুলিশ সন্দেহবশত একটি অটোতে তল্লাশি চালায়। দেখা যায় অটোর ভেতর বস্তায় বাধা অবস্থায় রয়েছে আগ্নেয়াস্ত্র। অটোতে ছিল তিন উপজাতি যুবক, পুলিশ অটোটি আটক করার পরই তিন যুবকের মধ্যে একজন পালাতে শুরু করে। অন্য দুজনকে পুলিশ সঙ্গে সঙ্গেই আটক করে ফেলে। আর পরবর্তীতে ধাওয়া করে পাকড়াও করা হয় পালিয়ে যাওয়া যুবকটিকেও।
তিন যুবক ধরা পড়ার পর এদের নিয়ে যাওয়া হয় কচুদরম থানায়। খবর পেয়ে পুলিশ সুপার নুমুল মাহাতো সহ অন্যান্য উচ্চপদস্থ পুলিশ আধিকারিকরা বাহিনী নিয়ে ছুটে যান কচুদরম থানায়। তিন যুবক কোন উপজাতি জনগোষ্ঠীর তা জানা যায়নি। অনুমান করা হচ্ছে এরা কোনও জঙ্গি সংগঠনের সদস্য। যদিও পুলিশ এই মুহূর্তে এ নিয়ে কিছুই বলতে নারাজ। প্রাথমিকভাবে যে তথ্য পাওয়া গেছে, সে
অনুযায়ী ধৃতদের কাছ থেকে “এ কে- ৪৭”সহ অন্যান্য আগ্নেয়াস্ত্র অস্ত্র পাওয়া গেছে। পুলিশ এই মুহূর্তে কিছু না বললেও এক বিশেষ সূত্রের খবর অনুযায়ী, ধৃতদের আরও কয়েকজন সঙ্গী আশপাশ এলাকায় লুকিয়ে রয়েছে। বর্তমানে এই সঙ্গীদের সম্পর্কে তথ্য বের করতে ধৃত তিনজনকে জিজ্ঞাসাবাদ চালানো হচ্ছে।