অনলাইন ডেস্ক : ছবির ট্রেলার দেখেই বিতর্কের শেষ নেই। দেশের বিভিন্ন অংশে প্রতিবাদী কার্যসূচি হাতে নিয়েছে কিছু হিন্দুত্ববাদী সংগঠন । এ রাজ্যের গুয়াহাটিতেও বিরোধিতায় নামতে দেখা গেছে বজরং দলকে। এই পরিস্থিতিতে আগামীকাল মুক্তি পেতে চলেছে শাহরুখ খান ও দীপিকা পাড়ুকোন অভিনীত বহু চর্চিত বলিউডি ছবি পাঠান। যার আঁচ এসে পৌঁছেছে শিলচরেও।
গুয়াহাটিতে বজরং দলের বিরোধিতার পর এ রাজ্যে নির্বিঘ্নে সিনেমাটির প্রদর্শনের ব্যবস্থা করতে
মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মাকে কাছে সহায়তা চেয়ে ফোন করেছেন খোদ শাহরুখ খান। এই পরিস্থিতিতে মুখ্যমন্ত্রীর নির্দেশে রাজ্যজুড়ে সতর্ক হয়ে উঠেছে পুলিশ। আগামীকাল ছবিটির মুক্তির দিনে শিলচরের গোল্ড ডিজিটাল সিনেমা হল এবং ওরিয়েন্টাল টকিজে প্রদর্শন শুরু হওয়ার কথা। ওরিয়েন্টাল টকিজ-এ লাগানো হয়েছে বিরাট পোস্টার। ওরিয়েন্টাল টকিজের কর্তপক্ষ জানিয়েছেন, “নুন শো” থেকেই তারা শুরু করবেন প্রদর্শন। গোল্ড ডিজিটাল সিনেমা হলেও আগামীকাল থেকে প্রদর্শন শুরু হওয়ার কথা থাকলেও এদিন কোনও পোস্টার লাগানো হয়নি । তবে ওই হলের কর্মকর্তা মূলচাঁন্দ বৈদ জানিয়েছেন, আগামীকালের প্রদর্শনের জন্য তারা ইতিমধ্যেই বুকিং শুরু করে দিয়েছেন। এদিকে দেশজুড়ে এই সিনেমাকে ঘিরে যেভাবে বিরোধিতা করা হচ্ছে একথা মাথায় রেখে মঙ্গলবার পুলিশ সুপার নূমল মাহাতো বিশ্ব হিন্দু পরিষদের দুই কর্মকর্তা মিঠুন নাথ এবং আশীষ দত্তকে ডেকে কথাবার্তা বলেন। পুলিশ সুপারের সঙ্গে তাদের ঠিক কি কথা হয়েছে এনিয়ে মিঠুনরা মুখ না খুললেও সাময়িক প্রসঙ্গকে জানান, সংগঠনের শীর্ষ মহল থেকে তাদের কাছে এ পর্যন্ত কোনোও বার্তা আসেনি। তাই এই মুহূর্তে সিনেমাটির প্রদর্শনে বিরোধিতা করার কোনও পরিকল্পনা নেই তাদের। তবে শীর্ষ মহল থেকে বার্তা এলে বিরোধিতায় নামবেন অবশ্যই।
এদিকে পুলিশ সুপার জানিয়েছেন যে কটি সিনেমা হলে পাঠান সিনেমার প্রদর্শন হবে সেসব হলেই মোতায়েন করা হবে পর্যাপ্ত নিরাপত্তা রক্ষী। যাতে করে সিনেমার প্রদর্শনের ক্ষেত্রে কোনও ধরনের বাধার সৃষ্টি না হয়।