অনলাইন ডেস্ক : না কোনো প্যানইন্ডিয়া ব্লকবাস্টারের জন্য তোলা থাকছে না মার্চের শেষ দিনটা। তারপরও ‘ ধামাকা ‘ একটা থাকছে এই শুক্রবারে। আই কিউ তেমন একটা খরচ না করলেও চলবে। ক্রিকেটের বার্ষিক উৎসব ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আই পি এল ) রিলিজ ডেটটা অবশ্যই এই শুক্রবারে। নতুন নিয়ম, খেলোয়াড়, উত্তেজনা নিয়ে আবারও হৃদয়ে ঝড় তুলতে তৈরি ক্রিকেটের ব্লকবাস্টার।
যতই সমালোচনা হোক না কেন, আইপিএলের যে একটা ফ্যান ফলোইংগ রয়েছে তা আর বলার অপেক্ষা রাখে না। চাতক পাখির মতই ক্যাশরিচ এই আসরের ঝর্ণায় স্নানের অপেক্ষা থাকে তাদের। মোদ্দা কথা হল, এই সমর্থকরাই প্রাণ আইপিএলের। যারা মাঠভরে হাজিরা দেন। ফ্রাঞ্চাইজির জয়ে খুশি হন। আবার ব্যর্থতায় চোখে নেমে আসে অশ্রুর বরিষা। এই বুঝি ভালোবাসা, আইপিলের আবেগ। বিসিসিআই আইপিএল যখন শুরু করেছিল, তখন নেই নেই একটা রব উঠেছিল। এই বুঝি শেষ হয়ে যাবে দেশের ক্রিকেট। পরবর্তীতে ফিক্সিং, ললিত মোদি এপিসোড, যৌনতা, চিয়ার লিডার বিতর্ক – নানান উথান পতনের মধ্যেও বেঁচে রয়েছে আইপিএল।
আইপিএলের যখন কথা উঠছে তাহলে ধোনির কথা আসতেই হবে। আইপিএলের শুরু থেকে আজ অবধি খেলেই চলেছেন মাহি। এবারও আইপিএলের বিজ্ঞাপনে হার্দিক, বিরাট, রোহিতদের পাশেই রয়েছেন এই বুড়ো ঘোড়া।
ইতিহাস বলছে, এটা ষোড়শ সংস্করণ। কিন্তু প্রতি বারই এই প্রতিযোগিতায় থাকে চমক। এ বারও ব্যতিক্রম নয়। থাকছে ইমপ্যাক্ট প্লেয়ারের মতো নিয়ম, যা বদলে দিতে পারে কুড়ি-বিশের এই প্রতিযোগিতার যাবতীয় কৌশল। শুক্রবার প্রথম ম্যাচেই নামছে গত বারের বিজয়ী গুজরাত টাইটান্স। প্রতিপক্ষ চার বারের চ্যাম্পিয়ন চেন্নাই সুপার কিংস। অর্থাৎ আইপিএলের বোধন হবে হার্দিক বনাম ধোনি লড়াই দিয়ে। প্রতি বারের ধারা বজায় রেখেই ‘ব্লকবাস্টার’ ম্যাচ দিয়ে শুরু হবে আইপিএল। কোহলি গত বার থেকে অধিনায়ক নেই। তবে বেঙ্গালুরুর অবিসংবাদিত নায়ক তিনিই। কেউ আরসিবিকে বলে না ফাফ ডুপ্লেসির দল। সবাই জানেন, এই দলটা কোহলিরই। সে তিনি অধিনায়ক থাকুন আর না থাকুন। আইপিএলে কখনও চ্যাম্পিয়ন হতে পারেনি বেঙ্গালুরু, দিল্লি এবং পঞ্জাব। লখনউ রয়েছে অবশ্য, তবে তারা মোটে এক বারই খেলেছে। কোহলি অবশেষে কাঙ্ক্ষিত আইপিএল ট্রফি হাতে তুলতে পারেন কিনা, বা ঋষভ পন্থের অনুপস্থিতিতে দিল্লি চমকে দিতে পারে কিনা, সে দিকে নজর থাকবে অনেকেরই। এই একদেড় মাস আর প্রাইম টাইমে চ্যানেল পাল্টানোর প্রয়োজন নেই। টিভির পর্দা কিংবা মোবাইলের স্ক্রিন সবেতেই ভাসবে ধোনিদের ক্যারিশমা। তাই আর অপেক্ষা নয়, বসে পড়ুন হটসিটে।
অনলাইন ডেস্ক : না কোনো প্যানইন্ডিয়া ব্লকবাস্টারের জন্য তোলা থাকছে না মার্চের শেষ দিনটা। তারপরও ‘ ধামাকা ‘ একটা থাকছে এই শুক্রবারে। আই কিউ তেমন একটা খরচ না করলেও চলবে। ক্রিকেটের বার্ষিক উৎসব ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আই পি এল ) রিলিজ ডেটটা অবশ্যই এই শুক্রবারে। নতুন নিয়ম, খেলোয়াড়, উত্তেজনা নিয়ে আবারও হৃদয়ে ঝড় তুলতে তৈরি ক্রিকেটের ব্লকবাস্টার।
যতই সমালোচনা হোক না কেন, আইপিএলের যে একটা ফ্যান ফলোইংগ রয়েছে তা আর বলার অপেক্ষা রাখে না। চাতক পাখির মতই ক্যাশরিচ এই আসরের ঝর্ণায় স্নানের অপেক্ষা থাকে তাদের। মোদ্দা কথা হল, এই সমর্থকরাই প্রাণ আইপিএলের। যারা মাঠভরে হাজিরা দেন। ফ্রাঞ্চাইজির জয়ে খুশি হন। আবার ব্যর্থতায় চোখে নেমে আসে অশ্রুর বরিষা। এই বুঝি ভালোবাসা, আইপিলের আবেগ। বিসিসিআই আইপিএল যখন শুরু করেছিল, তখন নেই নেই একটা রব উঠেছিল। এই বুঝি শেষ হয়ে যাবে দেশের ক্রিকেট। পরবর্তীতে ফিক্সিং, ললিত মোদি এপিসোড, যৌনতা, চিয়ার লিডার বিতর্ক – নানান উথান পতনের মধ্যেও বেঁচে রয়েছে আইপিএল।
আইপিএলের যখন কথা উঠছে তাহলে ধোনির কথা আসতেই হবে। আইপিএলের শুরু থেকে আজ অবধি খেলেই চলেছেন মাহি। এবারও আইপিএলের বিজ্ঞাপনে হার্দিক, বিরাট, রোহিতদের পাশেই রয়েছেন এই বুড়ো ঘোড়া।
ইতিহাস বলছে, এটা ষোড়শ সংস্করণ। কিন্তু প্রতি বারই এই প্রতিযোগিতায় থাকে চমক। এ বারও ব্যতিক্রম নয়। থাকছে ইমপ্যাক্ট প্লেয়ারের মতো নিয়ম, যা বদলে দিতে পারে কুড়ি-বিশের এই প্রতিযোগিতার যাবতীয় কৌশল। শুক্রবার প্রথম ম্যাচেই নামছে গত বারের বিজয়ী গুজরাত টাইটান্স। প্রতিপক্ষ চার বারের চ্যাম্পিয়ন চেন্নাই সুপার কিংস। অর্থাৎ আইপিএলের বোধন হবে হার্দিক বনাম ধোনি লড়াই দিয়ে। প্রতি বারের ধারা বজায় রেখেই ‘ব্লকবাস্টার’ ম্যাচ দিয়ে শুরু হবে আইপিএল। কোহলি গত বার থেকে অধিনায়ক নেই। তবে বেঙ্গালুরুর অবিসংবাদিত নায়ক তিনিই। কেউ আরসিবিকে বলে না ফাফ ডুপ্লেসির দল। সবাই জানেন, এই দলটা কোহলিরই। সে তিনি অধিনায়ক থাকুন আর না থাকুন। আইপিএলে কখনও চ্যাম্পিয়ন হতে পারেনি বেঙ্গালুরু, দিল্লি এবং পঞ্জাব। লখনউ রয়েছে অবশ্য, তবে তারা মোটে এক বারই খেলেছে। কোহলি অবশেষে কাঙ্ক্ষিত আইপিএল ট্রফি হাতে তুলতে পারেন কিনা, বা ঋষভ পন্থের অনুপস্থিতিতে দিল্লি চমকে দিতে পারে কিনা, সে দিকে নজর থাকবে অনেকেরই। এই একদেড় মাস আর প্রাইম টাইমে চ্যানেল পাল্টানোর প্রয়োজন নেই। টিভির পর্দা কিংবা মোবাইলের স্ক্রিন সবেতেই ভাসবে ধোনিদের ক্যারিশমা। তাই আর অপেক্ষা নয়, বসে পড়ুন হটসিটে।