অনলাইন ডেস্ক : সেপ্টেম্বরেই আগরতলা-আখাউড়া রেল লাইনে ট্রেন চলাচল শুরু হতে পারে বলে জানালেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সাহা। তবে এই রেলপথে সরাসরি আগরতলা-কলকাতা ট্রেন চালানোর কোনও পরিকল্পনা আছে কি না তা এখনও জানানো হয়নি। ত্রিপুরা-বাংলা রেলপথের শেষ ভারতীয় স্টেশন নিশ্চিন্তপুর পরিদর্শনের সময় তিনি সাংবাদিকদের জানান, এতো সুন্দর রেল স্টেশন ভারতের আর কোথাও আছে কি না তাঁর জানা নেই।
সেপ্টেম্বরেই আগরতলা থেকে ট্রেনে ঢাকা বা চট্টগ্রাম যাওয়া যাবে। তবে চলবে মিটারগেজ ট্রেন। কারণ, বাংলাদেশে মিটারগেজ ট্রেন চলে। যদিও, আগরতলা-আখাউড়া রেল লাইনে মিটারগেজ এবং ব্রডগেজ দুই রকম ব্যবস্থাই থাকবে। মুখ্যমন্ত্রী বলেন, আগরতলা থেকে ট্রেনে ঢাকা যেতে লাগবে ৪ ঘন্টা। কেউ চাইলে ইমিগ্রেশন করিয়ে ঢাকা থেকে অন্য ট্রেনে কলকাতা যেতে পারবেন। এদিন মুখ্যমন্ত্রীর সঙ্গে ছিলেন বিজেপি-র দুই বিধায়ক সুরজিত দত্ত এবং মীনারানী সরকার-সহ অন্যরা।