অনলাইন ডেস্ক: অসম প্রিমিয়ার ক্লাব ক্রিকেটের শিলচর জেলা পর্যায়ের প্রতিযোগিতায় জয় দিয়ে অভিযান শুরু করল তারাপুর এসি । বৃহস্পতিবার প্রতিযোগিতার উদ্বোধনী ম্যাচে তারা ৭৬ রানে হারায় উত্তরপাড়া ক্লাবকে ।
এসএম দেব স্টেডিয়ামে টসে জিতে প্রথম ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় তারাপুর । নির্ধারিত ৪০ ওভার খেলে ৮ উইকেটে তারা করে ২৪২ রান। সর্বাধিক ৭১ রান করেন অনুরাগ সিনহা । অর্ধ শতরানের ইনিংসে তিনি ১১ টি বাউন্ডারি মারেন। এছাড়া ভালো রান করেছেন শুভম দেব (৪১), সানামাচা (৩৩), অভিতাভ পাল (২৬) ও মিহির বর্মন ১৩। অতিরিক্ত ২৮ রান।
বিপক্ষের অনুপম রায় ৪৪ রান দিয়ে পেয়েছেন ৪ উইকেট । ১টি করে উইকেট পান রাজন লস্কর , দেবাংশু ভট্টাচার্য ও সন্দীপ দেব।জবাবে ২৪৩ রানের লক্ষ্যে ব্যাটিংয়ে গিয়ে ৩২.২ ওভার খেলে তাদের ইনিংস থেমে যায় ১৬৬ রানে। উল্লেখ করার মত রান পান মুকেশ গোয়ালা (১৯) , পাভেল সিকিদার (১৬), সুমিত দাস (৩২) ও দেবাংশু ভট্টাচার্য (১৮)। অতিরিক্ত থেকে আসে ৩০ রান। তাদের ইনিংস ভাঙতে ২৫ রান দিয়ে ৪ উইকেট তুলেনেন সাহিল হাসান লস্কর । দুটি করে উইকেট দখল করেন বিশাল রুদ্রপাল ও অনুরাগ সিনহা । শুভম দেব ঝুলিতে পুড়েন ১ উইকেট ।ক্রীড়াসূচী অনুযায়ী ৬ ও ৭ জানুয়ারি এপিসিসি -র ম্যাচ নেই। ওই দুদিন হবে অর্ণব দাস স্মৃতি দুই দিবসীয় ক্রিকেটের ফাইনাল ।
প্রতিযোগিতার উদ্বোধনী পর্বে জেলার তিন ক্রিকেটার শুভাশিস চৌধুরী , অনিরুদ্ধ লস্কর ও অভিজিত রায় চৌধুরীকে উত্তোরীয় পড়িয়ে সম্মান জানানো হয়।