অনলাইন ডেস্ক : অসম – ত্রিপুরা সীমান্তে ফের বাজেয়াপ্ত নেশাজাতীয় সামগ্রী। বিপুল পরিমান নেশাজাতীয় কফসিপার বোঝাই একটি কন্টেইনার লরি আটক করেছে পুলিশ। প্রাপ্ত খবর জানা গেছে গুয়াহাটির লকড়া থেকে আগরতলার উদ্দেশ্য যাত্রা করা এএস ০১ এইচসি ৬৬৬৯ নম্বরের বারো চাকার একটি কন্টেনার লরিটি ওম লজিস্টিক ট্রান্সপোস্ট কোম্পানির বিভিন্ন পণ্য সামগ্রীর আড়লে এই নেশা জাতীয় কফসিরাপ গুলো লরিতে করে পাচারের মতলবে ছিল। বিনা বাধায় গুয়াহাটি থেকে অসম সহ মেঘালয়ার বিভিন্ন পুলিশ চেকপোস্ট ও থানা অতিক্রম করে এসে অবশেষে শনিবার সন্ধ্যায় অসম সীমান্ত পেরিয়ে ত্রিপুরায় প্রবেশের মুখে চুরাইবাড়ি অসম পুলিশের হাতে ধরা পড়ে।
এতে অন্যান্যা সামগ্রীরা আড়াল থেকে বেরিয়ে আসে বস্তাবন্দি এই বিপুলসংখ্যক ফেন্সিডিলের বোতল।মোট কুড়ি বস্তাবন্দি প্যাকেট থেকে মোট ১৯৯০ বোতল কফ সিরাপ উদ্ধার করে পুলিশ।পরে পুলিশ কফ সিরাপ সহ লরিটি আটক করে। সেইসঙ্গে আটক করা হয় লরিচালক আনোয়ার হুসেন (৩৪)ও সহ চালক গুলজার হুসেন (২১)-কে। আকট করা হয়।ধৃতদের মধ্যে লরি চালকের বাড়ি গুয়াহাটি নুনমাটিতে আর সহ চলকের বাড়ি বরপেটা জেলার কোলগাছিয়ায় বলে জানিয়েছে পুলিশ।