অনলাইন ডেস্ক : অসমে ১৪২টি খ্রিষ্টান উপজাতি পরিবারের সদস্য হিন্দু ধর্মে প্রত্যাবর্তন করেছেন। আজ সোমবার জাগিরোডের তিওয়াশং গ্রামে আয়োজিত এক অনুষ্ঠানে যাগযজ্ঞ সহ ধর্মীয় নানা পূজাপার্বণের মাধ্যমে তাঁরা সনাতন ধর্মে ফিরে এসেছেন।
গোবা দেওরাজা রাজ পরিষদের সাধারণ সম্পাদক জুরসিং বরদলৈ এ সম্পর্কে জানান, পরিষদের উদ্যোগে আয়োজিত ‘ঘর ওয়াপসি’ (স্বগৃহে প্রত্যাবর্তন) অনুষ্ঠানে ওই সকল উপজাতি জনগোষ্ঠীয় মানুষ স্বইচ্ছায় সনাতন ধর্মে ফিরে এসেছেন। বরদলৈ বলেন, তিওয়া উপজাতির প্রায় ১,১০০ পরিবারের সদস্য, যারা ইতোপূর্বে খ্রিষ্টধর্মে ধর্মান্তরিত হয়েছিলেন তাঁরা সনাতন ধর্মে ফিরে আসার সিদ্ধান্ত নিয়েছেন। তিনি আরও বলেন, ওই সকল খ্রিষ্টান জনগণ স্বইচ্ছায় তাঁর সংগঠন গোবা দেওরাজা রাজ পরিষদের সঙ্গে যোগাযোগ করে সনাতন ধর্ম গ্রহণ করেছেন। তাঁরা সনাতন তথা হিন্দুত্বের প্রতি সর্বদা আস্থা ও বিশ্বাস রাখবেন বলে প্রতিশ্রুতি দিয়েছেন। বরদলৈ আরও বলেন, তাঁরা খ্রিষ্টান পরিচয় ত্যাগ করে আজ থেকে হিন্দু ধর্মাবলম্বী তিওয়া সংস্কৃতি ও ঐতিহ্যকে গ্রহণ করেছেন। সাধারণ সম্পাদক জুরসিং বরদলৈ বলেন, তিওয়া জনগোষ্ঠীয় যাঁরা হিন্দু ধর্ম গ্রহণ করেছেন বা আরও যাঁরা সিদ্ধান্ত নিয়েছেন তাঁরা জন্মগতভাবে হিন্দু ছিলেন। তাঁদের বাপ-দাদাদের কয়েকজন অর্থনৈতিক অবস্থা এবং শিক্ষার অভাবে খ্রিষ্টধর্ম গ্রহণ করেছিলেন। তিনি বলেন, ‘পরাবর্তিতদের আমরা সার্বিক সমর্থন করব যাতে তাঁরা সুষ্ঠু জীবিকা অর্জন করতে পারেন। কৃষিকাজের মতো প্রশিক্ষণ কর্মসূচিতেও তাঁদের নিয়োজিত করার চেষ্টা করব।’ তাঁর দাবি, অসম সরকার তাঁদের অনেক সাহায্য করেছে। তিওয়া কাউন্সিল দ্বারা স্কুল স্থাপন করা হয়েছে যাতে শিশুরা মানসম্পন্ন শিক্ষা পায়। পরিষদ ভোটার তালিকায় তাঁদের নাম অন্তর্ভুক্ত করতে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে, রেশন কার্ডও তৈরি করে দেওয়া হয়েছে, জানান গোবা দেওরাজা রাজ পরিষদের সাধারণ সম্পাদক জুরসিং বরদলৈ।