অর্ণব দাস স্মৃতি দু ‘ দিনের ক্রিকেটে চ্যাম্পিয়নের শিরোপা পেল ইউনাইটেড ক্লাব। ইন্ডিয়া ক্লাবের বিপক্ষে ফাইনালে প্রথম ইনিংসে লিডের পরিপ্রেক্ষিতে শেষ হাসি হাসে তারা। ৬০ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় দিনের খেলা শুরু করেছিল ইউনাইটেড ক্লাব। গৌরব টপ্ন (৫১) এবং প্রত্যয়রাজ দাসের (৪২) রানের দায়িত্বশীল ব্যাটিংয়ে ৪৩ রানের গুরুত্বপূর্ণ লিড তুলে নেয় ইউনাইটেড ক্লাব। ইন্ডিয়া ক্লাবের দিবাকর জহরি এবং শেখরজ্যোতি বর্মন উভয়েই পান তিনটি করে উইকেট। ইউনাইটেড ক্লাবের প্রথম ইনিংসের লিডে দেওয়াল লিখন অনেকটাই স্পষ্ট হয়ে যায়। ইন্ডিয়া ক্লাবের জন্য তখন মিরাকেল কিছু একটার প্রয়োজন ছিল। কিন্তু তেমন কিছুই হয়নি। দিনের শেষে ৪ উইকেটে ৯৬ রান করে ইন্ডিয়া ক্লাব। প্রসেনজিৎ সরকার ৪৯ রান করেন। সেইসঙ্গে চ্যাম্পিয়নশিপ নিশ্চিত হয়ে যায় ইউনাইটেড ক্লাবের।
ফাইনালের সেরা, আসরের সেরা এবং সেরা বোলারের পুরস্কার পান ইউনাইটেড ক্লাবের সাগর ছেত্রী। ফাইনালে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডিএসএ সভাপতি বাবুল হোড়, সচিব বিজেন্দ্রপ্রসাদ সিং, কাছাড় জেলা পরিষদ সভাপতি অমিতাভ রাই, বিশ্ববিদ্যালয়ের রেজিস্টার সত্যব্রত দাস, স্পনসর গোষ্ঠীর পক্ষে জয়ন্ত দাস প্রমুখ।