অনলাইন ডেস্ক : বড়খলা উন্নয়ন খণ্ডের সোনাপুর জিপিতে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার অভিলাষী প্রকল্প অরুণোদয় নিয়ে এক গ্রামসভা অনুষ্ঠিত হয়। সোনাপুর দিসপুর সংলগ্ন খোলা মাঠে জিপি সভানেত্রী স্বপ্না মজুমদারের পৌরোহিত্য শুক্রবার অনুষ্ঠিত সভার শুরুতে সরকারি গাইডলাইন সম্পর্কে আলোচনা করেন সচিব বিট্টাকুমার হাগজের। এরপর অরুণোদয় প্রকল্প সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন কংগ্রেস নেতা তথা জিপি সভানেত্রীর প্রতিনিধি ইসলাম উদ্দিন চৌধুরী। তিনি সরকারের এ ধরণের ব্যক্তিগত লাভজনক প্রকল্প চালু করার জন্য মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার ভূয়সী প্রশংসা করেন। তিনি সরকারি গাইডলাইন মেনে উপযুক্ত সুবিধাপ্রাপক বাছাইয়ে সবার সহযোগিতা কামনা করেন। ইতিমধ্যে গ্রুপভিত্তিক সভায় ১০৯২টি আবেদনপত্র জমা পড়েছে বলে তিনি জানান। গ্রামসভায় বক্তব্য রাখেন জিপি সভানেত্রী স্বপ্না মজুমদার,উপ সভাপতি রাজীব উদ্দিন বড়ভৃইয়া,বিজেপি-র বুথ কমিটির সভাপতি বিলাল উদ্দিন চৌধুরী,বিজিত রায়,বিলাল উদ্দিন,দীপঙ্কর রায়,বীরেন্দ্র রায়,সোনাপুর মণ্ডল কংগ্রেস সভাপতি রুহুল আমিন বড়ভৃইয়া,আকদ্দছ আলি তালুকদার সহ গ্রুপ সদস্য-সদস্যারা।সভায় জানানো হয়,জিপিতে ২০০ অরুণোদয় প্রকল্পের বিপরীতে ১০৯২টি আবেদনপত্র জমা পড়েছে।গ্রামসভায় সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত নেওয়া হয়,প্রতিটি গ্রুপে পুনরায় সভা করে গ্রামের বিশিষ্টজনদের নিয়ে একেবারে গরিব দেখে সুবিধাপ্রাপক বাছাই করা হবে। বিভিন্ন বক্তা এভাবে প্রকাশ্যে গ্রামসভা করে অরুণোদয় প্রকল্পের সুবিধাপ্রাপক বাছাই প্রক্রিয়ার সিদ্ধান্ত নেওয়ার জন্য জিপি সভানেত্রী,সচিব ও গ্রুপ সদস্যদের ধন্যবাদ জানিয়েছেন। এদিনের গ্রাম সভায় প্রায় তিন শতাধিক মহিলা ও পুরুষ উপস্থিত ছিলেন।